সাগরদিঘির পরাজিত দুর্গ খিড়কি দিয়ে জয়ের উচ্ছ্বাসে যখন মাতোয়ারা তৃণমূল তখন প্রতিবাদ এল দলের অন্দর থেকেই। বিরোধীদের সুরে সুর মিলিয়ে বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদানের তীব্র বিরোধি♔তা করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। বাইরনের দলত্যাগকে ‘লোক ঠকানো’ ব൩লে মন্তব্য করলেন তিনি। যা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে।
সোমবার দুপুরে সামসেরগঞ্জ থেকে ঘাটালে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণ𒊎মূলে যোগদান করেন সাগরদিঘি কেন্দ্রে বামের সমর্থনে জেতা কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এর পর এক𒁏যোগে তাঁকে আক্রমণ করেন বাম ও কংগ্রেস। তাদের মতে, ফলপ্রকাশের ৩ মাসের মধ্যে দলবদল করে আসলে প্রতারণা করেছেন বাইরন। এবার সেই বক্তব্যই ধ্বনিত হল চিরঞ্জিতের কণ্ঠে। এদিন তিনি বলেন, ‘এভাবে দলবদল আমি পছন্দ করি না। এটা লোক ঠকানো। মানুষ তো তাঁকে একটা প্রতীক দেখে ভোট দিয়েছেন। তিনি যদি দলবদল করেন তাহলে সেটা মানুষের অপমান।’
বলে রাখি এর আগে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দলবদল নিয়েও আপত্তি জানিয়েছিলেন চিরঞ্জিত। বলেছিলেন, ‘একটা দলের সাংসদ আরেকটা দল করছেন। এটা হয় কী করে?’ যদিও তৃণমূলের দাবি, চিরঞ্জিতের ꦅমন্তব্য তাঁর ব্যক্তিগত মত।