হাওড়ার কোনা এক্সপ্র🍬েসওয়েতে দুর্ঘটনার মুখে পড়েন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর গাড়ির বোনেট দুমড়ে-মুচড়ে যায়। আচমকাই সামনে একটি গাড়ি দাঁড়িয়ে🎶 পড়ায় এই দুর্ঘটনা হয়। একে সাধারণ দুর্ঘটনা বলতে রাজি নন নৌশাদ।
বিধায়কের যুক্তি, দেড়শো মিটারের মধ্যে সিগনাল না থাকা সত্বেও যে ভাবে গাড়িটি অচমকা দাঁড়িয়ে পড়েছিল, তা রহস্যময়। ঘটনার পর আতঙ্কিত বিধায়ক বলে♚ন,'আমি যে টার্গেট বুঝতে পারছি। যেহেতু আমরা মানুষকে সজাগ করি সে কারণে কিনা বলতে পারব না। তবে আমি আতঙ্কে আছি। মানসিক ভাবে বিপর্যস্ত। ওই জায়গায় আচমকা কেন গাড়ি দাঁড় করালো।'
এই প্রসঙ্গে যখন ব♋িধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন,'নৌশাদের গাড়ি দুর্ঘটনার নিয়ে আমি কিছু জানি না। অ্যাক্সিডেন্টটকে অ্যাক্সিডেন্ট হিসাবে দেখা হোক। সব বিষয়ে ষড়যন্ত্র দেখা উচিত নয়। নৌশাদ আমাকে ফোন করতে পারেন। যদি তাঁর মনে হয় ষড়যন্ত্র তাহলে সব খতিয়ে দেখব।'
এর পর তাঁকে এ নিয়ে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যান সাংবাদিকরা। তখন কিছুটা ক্ষুব্ধ হয়েই স্পিকার বলেন,'নৌশাদ সিদ্দিকি এত বড় নেতা হয়🦄ে যায়নি তার জন্য এতগুলো উত্তর দিতে হবে স্পিকারকে। কই আপনারা তো শোভনদেব চট্টোপাধ্যায় কেন আসেননি তা নিয়ে জিজ্ঞাসা করছেন না।' প্রসঙ্গত, অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে শোভনদেব চটꦓ্টোপাধ্যায়। তাঁকে বিশ্রাম নিতে বলেন স্পিকার।