করোনাভাইরাস সংক্রমণের জেরে প্রয়াত হলেন প্রখ্যাত ইতিহাসবিদ হরি শংকর বাসুদেবন। বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার রাত ১২.৪০ মিনিটে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ 🧔নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী ইতিহাসবিদ তপতী গুহঠাকুরতা বর্তমান।
শহরে বিশিষ্টদের মধ্যে এই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা দেখা গেল। জানা গিয়েছে, গত ৪ মে তাঁকে হাস൩পাতালে ভরতি করা হলে তিনি করোনা পজিটিভ প্রমাণিত হন। ৬ মে থেকে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শনিবার রাতে পর পর দুটি বিশালাকারের কার্ডিয়াক অ্যারেস্টের ধাক্কা সামলাতে পারেননি বর্ষীয়ান ইতিহাসবিদ।
ইউরোপিয়ান ও রাশিয়ান ইতিহাস বিশেষজ্ঞ বাসুদেবন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অদ্যাপক ছিলেন। এ ছাড়া, তি🐠নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের চায়না সেন্টারের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ক😼লকাতার মৌলানা আবুল কালাম আজাদ িনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ-এর ডিরেক্টর পদে ছিলেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক বাসুদেবন পরবর্তীকালে ওই বিশ🍬্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একাধিক বইয়েরও রচয়িতা।
২০০৩ ও ২০০৫ সালে সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ-এর অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন বাসুদে꧑বন। বর্তমানে তিনি দিল্লির জামিয়া মিলিয়ജা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি অফ থার্ড ওয়ার্ল্ড স্টাডিজ-এর অধিকর্তা পদে বহাল ছিলেন।
২০১১-২০১৪ সালের মধ্যে তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিকাল রিসার্চ-এর🐭 সদস্য ছিলেন।
বাসুদেবনের মৃত্যুতে রবিবার ইতিহাসবিদের প্রতি শ্র🙈দ্ধা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল 🐲জগদীপ ধনখড়।