২১শে জুলাই শহিদ দিবস উপলক্ষে এবার কলকাতায় একেবারে বড়সর আয়োজন। মহা সমাবেশ। উত্তরবঙ্গ থেকে একের পর এক ট্রেনে কলকাতা থেকে রওনা হয়েছেন হাজার হাজার তৃণমূল কর্মী। দূরত্ববিধি তো অনেক দূরের কথা। অনেকের মুখেই মাস্কের বালাই নেই। ইতিমধ্যে দলে দলে অনেকেই এসে গিয়েছেন কলকাতায়। এবার ২১শে জুলাই একেবারে রেকর্ড ভিড় হবে বলে আশা প্রকাশ করছেন তৃণমূল নেতৃত্ব। আর তার মধ♚্যেই করোনাকে ঘিরে এল চরম উদ্বেগের খবর।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৩জন। সোমবার করোনার গ্রাফ কিছুটা কমেছিল। এনিয়ে স্বস্তি বেড়েছিল। কিন্তু ফের করোনাকে ঘিরে উদ্বেগ বাড়ল রাজ্যে। সংক্রমণের দিক থেকে শীর্ষে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগনায়𒈔 করোনায় আক্♎রান্ত ৪৪৬জন। তারপরই কলকাতার স্থান।
একদিনেই কলকাতায় করোনায় আক্রান্ত ৪২৩জন। বর্ধমান, মালদহ, বীরভূম তিন জেলাতেই করোনায় আক্রান্তের সং𒐪খ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। তবে সবথেকে উদ্বꦕেগের বিষয় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬জনের মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর ক্ষেত্রে কো মর্বিডিটির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। করোনা পজিটিভিটি রেট൲ ১৫.৩৭ শতাংশ।
এদিকে ২১শে জুলাই উপলক্ষে শহর কলকাতায় ভিড় বাড়ছে ক্রমশ। স্টেশনগুলিতে উপচে ওঠা ভিড়। দলে দলে লোকজন কলকাতামুখী হয়েছেন। দূরপাল্লার ট্রেন ধরে তাঁরা কলকাতা অভিমুখে আসছেন। তবে বিভিন্ন স্টেশনে তৃণমূল নেতৃত্ব মাস্ক বিলি করছেন। স্যানিটাইজারের ব্যবস্থাও রয়েছে। কিন্তু গিজগজে ভিড়ে কি সংক্রমণ আটকানো আদৌ সম্ভব। এরপর তাঁরা ফের ফিরে যাবেন জেলায় জেলায়। তার জেরে কি ফের সংক্রমণের গ্রাফ বাড়বে জেলাগুলিতেও? সংশয়টা থেকেই গিয়েছে। তবে করোনা বিধি ম♌েনে চলার ব্যাপারে বার বার অনুরোধ করেছে শাসকদল।