গত বিধানসভা নির্বাচনে ‘নো-ভোট টু বিজেপি’ স্লোগান দিয়ে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছিল সিপিআইএমএল লিবারেশন। কিন্তু তাতে যে হিতে বিপরীত হয়েছে তা রাজ্য সম্মেলনে স্বীকার করে নিলেন সংগঠনের নেতারা। এমনকী মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফের একবার বামদলগুলিকে একজোট করার ডাক দি🥀য়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
গত ২৭ ও ২৮ অক্টোবর কলকাতার মৌলালি যুবকেন্দ্রে সিপ🌺িআইএমএল লিবারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলকে সুবিধা করে দেওয়া ভুল হয়েছিল বলে ক🥀ার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারিতে একদিকে যেমন অস্বস্তিতে CPIML লিবারেশন নেতারা, তেমনই RSS-কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যও তাদের মনে ধরেনি।
২৮ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কাকে নিয়োগপত্র দিতে হবে, সময় বেঁধে দিল হাইকোর্ট
গত ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বলেন, আরএসএস (RSS) এত খার༺াপ ছিল না। এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখনও ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওভাবে সমর্থন করে না। তারাও একদি𝓡ন বাঁধ ভাঙবে। লিবারেশন নেতারা মনে করছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে ভেবে তৃণমূলকে প্রচ্ছন্নে সমর্থন জানিয়েছিল লিবারেশন। কিন্তু মমতা যে ভাবে RSS-এর মন পাওয়ার চেষ্টা করেছেন তা মোটেও ভালো ভাবে নেননি সংগঠনের নেতারা।
সম্মেলন শেষে দীপঙ্করবাবু জানিয়েছেন, ২০২১ সালের নির্বাচনের আগে পরিস্থিতি আলাদা ছিল। কিন্তু আনিস খান খুন ও একের পর এক দুর্নীতি ধরা পড়ায় মানুষ আবার বামপন্থীদের পাশে দাঁড়াতে শুরু করেছে। এই অবস্থায় সমস্ত ব🀅ামপন্থী রাজনৈতিক দলের একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে।