পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের জ♏েনে বিভিন্ন দুর্ঘটনায় মোট ৯৮ জনের মৃত্যু হয়ꦿেছে। শুক্রবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, ‘জেলাশাসকদের পাঠানো রিপোর্𝓡ট অনুসারে আমಞফানে মৃতের সংখ্যা ৮৬ থেকে বেড়ে ৯৮ হয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ পাঠানোর কাজ চলছে।’
মুখ্যমন্ত্🍰রী জানিয়েছেন, নিহতদের পরিবার ২.৫ লক্ষ টাকা। গুরুতর আহতদের ৫০,০০০ টাকা ও আহতদের ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এছাড়া ঝড়ে যাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ি তৈরি করে দিতে সরকার ৬,২৫০ কোটি টাকা খরচ করবে বলে জানিয়েছেন তিনি।
মমতা বলেন, ‘ঘূর্ণিঝড়ের পর ৬ জেলায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরেছে। এছাড়া ১০ জেলায় ১০০ শতাংশ জায়গায় বিদ্যুৎ ফিরেছে। ২৭৩টি বিদ্যুৎ♑ সাব স্টেশনের প্রত্যেকটিকে সচল করা 𝄹গিয়েছে।’
বলে রাখি, গত ২০ মে সন্ধ্যায় দক্ষিণবঙ্গের ওপর আঘাত হানে শক্তশালী ঘূর্ণিঝড় আমফান। তার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায়। যার জেরে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ। কলকাতাতেই পরিস্থিতি নিয়ন্ত্র🙈ণে আনতে ৬ দিন সময় লেগে যায় সরকারের। এখনো উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ফেরেনি।