গ্রেটার নেতা অনন্ত রায়( মহারাজ) রাজ্যসভায় বিজেপির তরফে প্রার্থী। বৃহস্পতিবারই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। আবার দলের অন্দরমহল সূত্রে খবর, বিজেপি আরও একজনকে বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসােব মনোনয়নপত্র জমা দিতে বলেছে। বলা ভালো তিনি জমা দিয়েছেন মনোননয়ন। তিনি হলেন রথীন্দ্র বসু। তিনি কার্যত বিজেপির ডামি প্রার্থী। দলের রাজ্য সহ সভাপতি। বর্তমানে শিলিগুড়িতে থাকেন। আদি বাড়ি কোচবিহার। বিজেপির দীর্ঘদিনের সঙ্গী। এর আগে ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে তিনি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই রথীন বসুকেই কার্যত ডামি প্রার্থী করল ব🥃িজেপি। কিন্তু কারণটা কী?
আসলে কোনও ঝুঁকি নিতে চ🍌াইছে না বিজেপি। ১৮ জুলাই মনোনয়ন প্র༒ত্যাহারে শেষ দিন। তার আগে পর্যন্ত বাংলার প্রার্থীদের নিয়ে যাতে কোনও সমস্যা না হয় সেকারণেই এই সিদ্ধান্ত।
এদিকে গ্রেটার নেতা অনন্ত রায়কে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। সব দিক বিচার বিবেচনা করেই কোনও ঝুঁকি নিচ্ছে না দল। তবে দলের অন্দরমহল সূত্রে খবর, রথীন বসু আগামী ১৮ জুলাই মনোনয়ন তুলে নিতে পারেন। সেক্ষেত্রে আর নতুন করে ভোটাভুটির কোনও ব্যাপার থাকল না। অনন্ত মহারাজই রাজ্যসভার সদস্য হয়ে যাবেন। তবে যদি বিজেপি প্রার্থী মনোনয়নপত্র না তোলেন তবে ভোটাভুটির সম্ভাবনা থাকবে। ত🀅বে সেটা যাতে না হয় সেদিকে নজর রেখেছে বিজেপি।
এদিকে গ্রেটার কোচবিহার আন𒉰্দোলনের অন্য়তম মুখ অনন্ত মহার🌱াজ। ওই আন্দোলনের দুই মুখ। একদিকে বংশীবদন বর্মন ও অপরদিকে অনন্ত মহারাজ। দুজনেই গ্রেটার আন্দোলনকে নেতৃত্বে দিতেন। তবে দুটি পৃথক ধারায়। দুজনের মধ্যে কার্যত আদায় কাঁচকলায় সম্পর্ক।
পরবর্তী সময় বংশীবদন তৃণমূল ঘনিষ্ঠ হয়ে পড়েন। আর অনন্ত রায়কে রাজ্যসভার প্রার্থী হিসাবে বেছে নিল বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে༒, মূলত রাজবংশী ভোটব্যাঙ্ক যাতে উত্তরবঙ্গে অটুট থাকে সেকারণে লোকসভা ভোটের আগে বড় চাল দিল বিজেপি। কিন্তু আদপে সেটা কতটা কাজে লাগবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।
কোচবিহারের বড়গিলাতে অনন্ত মহারাজের প্রাসাদোপᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚম বাড়ি। হাজার হাজার অনুগামী। তিনি প্রবচনও দেন ওই বাড়ি থেকে।𝕴 স্বঘোষিত মহারাজ তিনি। পৃথক রাজ্যের ধুয়ো তুলে বার বারই তিনি নানা দাবি করেছেন। তবে কোনওদিনই তিনি বংশীবদন বর্মনের মতো হিংসাত্মক কোনও আন্দোলনে জড়াননি। সেই অনন্ত মহারাজই এখন বিজেপির তুরুপের তাস।
তবে তৃণমূল নেতৃত্বের দাবি, তিনি তো আসলে নগেন্দ্র রায়। অসমের বাসিন্দা﷽। তাঁর আর💛ও কেলেঙ্কারি বেরোবে এবার।