আজ, মহাষষ্ঠীতে 🦹টালা বারোয়ারি♛ দুর্গাপুজো দেখতে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই বছর ১০৩তম বছরে পদার্পণ করল টালা বারোয়ারি। মহাষষ্ঠীর দুপুরে টালা বারোয়ারি পুজোমন্ডপে আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উত্তর কলকাতার বিজেপির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মণ্ডপ ঘুরে দেখলেন। এমনকী নিজের মোবাইলে ছবি তুললেন। পঞ্চমীতেই ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রাপকদের তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। সেখানে নানা বিভাগে শহর ও শহরতলির বাছাই করা ১০৪টি দুর্গাপুজো কমিটিকে এই স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেরা পরিবেশবান্ধব দুর্গাপুজো হিসেবে সরকারি পুরষ্কার জিতে নিয়ছে টালা বারোয়ারি। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই টালা বারোয়ারিতে দেখা মিলল ধর্মেন্দ্র প্রধানের।
এদিকে বিজেপি নেতাদের মুখেই শোনা গিয়েছিল বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। আজ তাঁরাই কেউ উদ্বোধন, কেউ পরিদর্শন করতে আসছেন। দুর্গাপুজো নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপি নেতা–মন্ত্রীরা বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উপর এই দুর্গাপুজো পেয়েছে রাজ্য সরকারের পুরষ্কার। সেখানে সশরীরে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি চর্চা তুঙ্গে তুলেছে। এরপরই আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তিনিও কলকাতার নানা মণ্ডপে যাবেন। তবে কোথায় ক🍸োথায় যাবেন সেটা এখনও জানা যায়নি। মো💧ট ১৩টি দুর্গাপুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে টালা বারোয়ারি অন্যতম। শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজো।
আজ, শুক্রবার টালা বারোয়ারির সাজানো দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মণ্ডপসজ্জা দেখে তিনি মুগ্ধ হন। মণ্ডপ ঘুরে দেখার সময় নিজের মোবাইলে বেশ কিছু ছবিও ফ্রেমবন্দি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, ‘আমি ওড়িশার লোক। কিন্তু বাংলার দুর্গাপুজোর প্রতি আগ্রহ রয়েছে অনেক বছর ধরে। তাই🔯 এই বছরে এলাম কলকাতার দুর🌼্গাপুজো দেখতে। আজ সারাদিন ঘুরে দুর্গাপুজো দেখব।’ তিনি যে অভিভূত সেটা তাঁর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল। বারবার নানা বিষয় দেখে প্রশংসা করছিলেন। সুতরাং রাজনীতির ময়দানে যুযুধান প্রতিপক্ষ হলেও এই বিষয়ে রাজ্য সরকারের পছন্দের সঙ্গে মিল পাওয়া গেল।
আরও পড়ুন: আবার সুপ্রিম কোর্টে অভ💯িষেক বন্দ্যোপাধ্যায়, নিয়োগ দুর্নীতি মামলায় চাꦇন বিচার
অন্যদিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বাংলায় এসেছেন দুর্গাপুজো দেখতে। তিনি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। কিন্তু এখানে দুর্গাপুজো দেখতে এসেও গোয়ার মুখ্যমন্ত্রী রাজনৈতিক মন্তব্য করে বসেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘বাংলায় সুরাজ আসার দরকার আছে।’ তারাপীঠ মন্দিরে পুজো দেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আজ দুপুরে তারাপীঠ মন্দিরে আসেন তিনি। এরপꦇর মা তারাকে পুজো দেন তিনি। আজ অন্ডাল এয়ারপোর্টে নামেন গোয়ার মুখ্যমন্ত্রী। তারপর বীরভূমের বক্রেশ্বর মন্দিরে পুজো দেন। সেখান থেকে তারাপীঠ পৌঁছন তিনি। আজ বীরভূমের সিউড়ি এবং দুবরা♒জপুরের চারটি দুর্গাপুজোর ঘুরে দেখেন তিনি।