ফের রাজ্যে জাল নোট উদ্ধার করল পুলিশ। এবার খাস কলকাতা থেকে উদ্ধার হল জাল নোট। সাধারণতন্ত্র♕ দিবসের আগඣের দিন বিধান মার্কেট থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, তিন লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম গোপালকৃষ্ণ পাওয়ার। গোপালকৃষ্ণের বাড়ি মহারাষ্ট্রের সোলাপুরে। ধৃতের কাছ থেকে ২ হাজার ১০০টি ও ৫০০ 𒅌টাকার ২০০টি জাল নোট উদ্ধার করা হয়। গোপাল কৃষ্ণ জালনোট পাচার চক্রের সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। সেই অভিযান চাল🌜িয়ে গোপালকৃষ্ণকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে আদালতে তোলা হয়।
পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ক🥂ীভাবে জাল নোট কলকাতায় এল, তা বোঝার চেষ্টা চালাচ্ছে। কোথায় পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি এই বিপুল পরিমাণ জালনোট নিয়ে বিধান মার্কেট চত্বরে উপস্থিত হয়েছিল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। গত ডিসেম্বরেই ফরাক্কা ব্যারেজের কাছ থেকে জাল নোট উদ্ধার করে পুলিশ। প্রায়ই মালদহে ভারত–বাংলাদেশ সীমান্তে জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটও কী মালদহ থেকে আনা হয়েছিল নাকি মহারাষ্ট্র থেকে আনা হ🍃য়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।
উল্ল🌳েথ্য, গত ৩১ ডিসেম্বর জাল নোট পাচার চক্রের হদিশ পেতে বাংলাদেশে যায় এনআইএ। এর আগে ৭ কোটি ৩৫ লাখ টাকার ভারতীয় জাল নোট-সহ দু'জনকে ঢাকায় গ্রেফতার করা হয়। তদন্তে নেমে জানা যায়, ওই জাল নোট তৈরি হয়েছিল পাকিস্তানে। ওই জালনোট পাচার করতে সাহায্য করেছিল দুই পাকিস্তানি। এবারের কলকাতায় উদ্ধার হওয়া জাল নোটের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।