এবার আরও চাপে কয়লা ও গরুপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা বিনয় মিশ্র। সিবিআই সূত্রে খবর বিন🐠য় মিশ্র সম্পর্কে নানা তথ্য এসেছে সিবিআইয়ের কাছে। এবার সেইসব তথ্য যাচাই করতে বিনয়ের বাবা মার সঙ্গে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা। কিন্তু একবার নয় তিন তিনবার তাদের দেখা করার জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই। কিন্তু কোনওবারই তারা দেখা করেননি। এবার সিবিআই সূত্রে খবর, চতুর্থ নোটিস পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।সেবারও তাদের দেখা পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়♌ানার পথে হাঁটতে পারে সিবিআই।
এখানেই প্রশ্ন উঠছে কোথায় গেলেন বিনয়ের বাবা মা? তবে কি তারাও ছেলের ܫপথ ধরে গা ঢাকা দিয়েছেন বিদেশে? নানা প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। এদিকে সূত্রের খবর, নানা নামে বিনয়ের একাধিক ভুয়ো সংস্থা ছিল। যেখানে কয়লা ও গরু পাচারকাণ্ডের টাকা রাখা হত। সেরকম একটি সংস্থার ডিরেক্টর ছিলেন তার বাবা ও মা। এবার তাদেরই জেরা করার চেষ্টা করছে সিবিআই। কিন্তু বার বার ডেকেও খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। সূত্রের খবর দীর্ঘদিন ধরেই 🌸তারা বাড়িতে নেই। বার বার নোটিস পাঠানোর পরেও তাদের দেখা মেলেনি। তাদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে চাইছে সরকার। তবে এবার দেখা না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এবার আরও চাপে কয়লা ও গরুপাচারকাণ্ডে অন্যতম অ♏ভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা বিনয় মিশ্র। সিবিআই সূত্রে খবর বিনয় মিশ্র সম্পর্কে নানা তথ্য এসেছে সিবিআইয়ের কাছে। এবার সেইসব তথ্য যাচাই করতে বিনয়ের বাবা মার সঙ্গে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা। কিন্তু একবার নয় তিন তিনবার তাদের দেখা করার জন্য নোটিস পাঠিয়েছে সিবিআই। কিন্তু কোনওবারই তারা দেখা করেননি। এবার সিবিআই সূত্রে খবর, চতুর্থ নোটিস পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।সেবারও তাদের দেখা পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে গ্রেফত♔ারি পরোয়ানার পথে হাঁটতে পারে সিবিআই।
এখানেই প্রশ্ন উঠছে কোথায় গেলেন বিনয়ের বাবা মা। তবে কি তারাও ছেলের পথ ধরে গা ঢাকা দিয়েছেন বিদেশে। নানা প্রশ্ন ঘুরছে💜 বিভিন্ন মহলে। এদিকে সূত্রের খবর, নানা নামে বিনয়ের একাধিক ভুয়ো সংস্থা ছিল। যেখানে কয়লা ও গরু পাচারকাণ্ডের টাকা রাখা হত। সেরকম একটি সংস্থার ডিরেক্টর ছিলেন তার বাবা ও মা। এবার তাদেরই জেরা করার চেষ্টা করছে সিবিআই। কিন্তু বার বার ডেকেও খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। সূত্রের খবর দীর্ঘদিন ধরেই তারা বাড়িতে নেই। বার বার নোটিস পাঠানোর পরেও তাদের দেখা মেলেনি। তাদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে চাইছে সরকার। তবে এবার দেখা না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
|#+|