পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের সেই হাড়়হিম স্মৃতি এখনও ফিকে হয়নি। তার মধ্য়েই সামনে এল ট্রেনের লোকাল কামরায় মারপিটের ভিডিয়ো।লেডিস কামরার সেই মারপিট ভোটের দিনের মারপিট থেকে কিছু 😼কম যায় না। সেটাও আবার লোক✅াল কামরায়।
কলকাতার লোকাল ট্রেনের ভেতরের মারপিটের ভিডিয়ো পোস্ট করা হল টুইটারে। সেটাও আবার লেডিস কামরার মধ্য়ে। একেবারে জুতো তুলে একে অপরের উপর তুমুল মার। অপর পক্ষও অবশ্য অত সহজে বিষয়টি ছাড়তে চাননি। মার একটু কমতেই তিনি পালটা জুতো তু🎉লে অপর একজনকে ধাই ধাই করে মেরে দেন। তবে লেডিস কামরার মধ্য়ে এই মারের কারণ অবশ্য় জানা যায়নি। তবে আয়ুষি নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে এ🐻ই মারপিটের ভিডিয়ো টুইট করা হয়েছে। লেখা হয়েছে, কলকাতা লোকাল।
আর সেই ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছেন প্রোভার্সন অফ মুম্বই লোকাল। অপর এক নেটিজেন লিখেছেন বিনাপয়সা WWE দেখে নিলাম। তবে ঠিক ജকী কারণে এই মারপিট সেটা ঠিক জানা যꦍায়নি। তবে নিত্যযাত্রীদের মতে, এবারই প্রথম মহিলা কামরায় মারপিট হল এমনটা নয় । এর আগেও ট্রেনের মহিলা কামরায় একাধিকবার মারপিটের ঘটনা হয়েছে।
কথায় আছে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। কিন্তু এক্ষেত্র﷽ে যিনি রাঁধেন তিনি মারপিটও করেন। তবে এভাবে মহিলারা নিজেদের মধ্য়ে মারপিট করছেন এটা সচরাচর দেখা যায় না। তবে সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একেবারে জুতো খুলে ঝাঁপিয়ে পড়ছেন একে অপরের উপর। কেউ ছাড়ার পাত্রী নন। একেবারে তুমুল লড়াই। চলন্ত ট্রেনের মধ্য়েই এই মারপিট। চারপাশের যাত্রীরাও আতঙ্কিত। কিন্তু সেই মারপিট ছাড়িয়ে দিতে ভরসা পাননি তাঁরাও। ত💙বে ভিডিয়োতে যেটা দেখা গিয়েছে তাতে দুজনের মধ্য়ে মারপিট হচ্ছে এমনটা নয়। আরও কয়েকজন সেই মারপিটে জডিয়ে পড়েন। তা নিয়েই একেবারে ধুন্ধুমার কাণ্ড। ঠিক যেমন সকালবেলা মাছের বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি শুনতে পান ঠিক তেমনি ট্রেনের মধ্য়ে যেন মাছের বাজার বসে গিয়েছে।
তবে এই🤡 মারপিটের ভিডিয়ো দেখে অনেকেই না🌳না মজার মন্তব্য করেছেন। তবে বাস্তবে কী কারণে মারপিট, মারপিটের পরবর্তী পদক্ষেপে রেলপুলিশ কোনও ব্যবস্থা নিল কি না তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে মহিলা কামরায় এই মারপিটকে ঘিরে অবশ্য় একাধিক প্রশ্ন স্বভাবতই উঠতে শুরু করেছে।