প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে মুম্বই ও কলকাতার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অদ্ভূত দাবি করেনꦑ তিনি। রাম মন্দির নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মরণকালে হরিনাম’
এদিন ফিরহাদ বলেন, ‘আমরা সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী। রামকৃষ্ণদেবের কথায় যত মত, তত পথ। সবার সেবার ꦛমধ্যে দিয়ে একে অপরকে আরও কাছে টেনে নেওয়া। এগুলো হচ্ছে মরণকালে হরিনাম।’
এর পরই বন্দে ভারত এক্সপ্রেস প্রসঙ্গের অবতারণা করেন তিনি। বলেন, ‘কালকে আমার দাদা আসছিল বন্দে ভারতে বম্বে থেকে। সাড়ে আটটায় আসার কথা, এল রাত্তির🧜 দেড়টায়। বলল যে, যে স্পিডটা দিয়েছে সেই অনুযায়ী লাইন তৈরি না। থরথর করে যখন যাচ্ছে তখন কাঁপছে। একটা বড় এক্সিডেন্ট হয়ে যেতে পারে। এগুলো 𓆏সব গিমিক। আগে রেলের যাত্রীসুরক্ষার ওপরে বেশি জোর দেওয়া উচিত। সেলফির ওপরে না দিয়ে যাত্রী সুরক্ষায় বেশি জোর দেওয়া।’
বলে রাখি, দেশে দু’টি শহরের মধ্যে যোগাযোগ সুগম করতে বন্দে ভারত এক্সপ্রেস নামে ট্রেন চালু করেছে ভারতীয় রেল। এই ট্রেন ৭০০ কিলোমিটার বা তার থেকে কম দূরত্বের ২টি শহরের মধ্যে চলাচল করে। তবে⛦ শুধু কলকাতা - মুম্বই কেন, ৭০০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও শহরের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে না।