গড়িয়াহাটে কর্পোরেট কর্তা সুবীর চাকি ও রবীন মণ্ডল জোড়া খুন কাণ্ডে বড় সাফল্য এলো পুলিশের। কারণ এই ঘটনায় আরও একজনকে পাকড়াও করল পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম সঞ্জয় মণ্ডল। সে ভিকির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে দক্ষিণ ২৪ পরগন༒ার পারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয়কে। আজই আদালতে তোলা হচ্ছে।
এখনও ভিকি হালদারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তব🙈ে তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করতে শুরু করেছে। আগেই গ্রেফতার করা হয়েছিল তিনজনকে। এবার আর একজন যুক্ত হল। এদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত ভিকি হালদারের মা মিঠু। ভিকির খোঁজে তল্লাশি চলছে এখনও। সে পুলিশে ফাঁদ দু’বার কেটে বেরিয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সেই তথ্যের উপর ভিত্তি করে গভীর রাতে হানা দেওয়া হয়েছিল। পারুলিয়ার জয়দেবপুরে একজনের বাড়ির সেপটি♊ক ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয় পেশায় টোটো চালক সঞ্জয়কে। এই সঞ্জয় গোটা পর🐼িকল্পনার নায়ক বলে প্রাথমিক অনুমান। আজ তাকে আদালতে তোলা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি গড়িয়াহাটের কাঁকুলিয়া এলাকার দোতলা বাড়ি থেকে উদ্ধার হয় সুবীর চাকি এবং গাড়ি চালক রবীন মণ্ডলের রক্তাক্ত দেহ। বাড়ি নেওয়া নিয়েꦿ বচসা থেকেই এই ঘটনা ঘটায় ভিকি হালদার। এই ঘটনায় তার মা জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আর ভিকি ঘনিষ্ঠ বাপি দাস ও জাহির গাজি নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।