শেষ পর্যন্ত কলকাতার রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। ফিরেই তিনি জানান, সোমবার বিকেল ৪টের সময় অভিষেকদের সঙ্গে রাজভবনে তিনি দেখা করবেন। এই প্রসঙ্গে বোস বলেন, 'তাঁদের দাবি ছিল, রাজভবনেই আমার সঙ্গে দেখ করতে চান তাঁরা। তাঁদের দাবি মেনে নিয়েই আমি তাঁদের দার্জিলিং রাজভবনে উষ্ণ অভ্যর্থনা জানাই। এরপর তিনজন প্রতিনিধি আসেন। দার্জিলিঙে আমার সঙ্গে দেখা করে তৃণমূলের সেই প্রতিনিধি দল। তাঁরা আমার সামনে তাঁদের দাবির বিষয় তুলে ধরেন। তাঁরা চেয়েছেন যাতে আমি বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরি। তাঁরা খুবই শান্ত ভাবে সম্মান দিয়ে ♒আমার সঙ্গে কথা বলেন। আমি তাঁদের প্রতিশ্রুতি দিই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরব। রাজ্যপাল হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বাংলার কোনও মানুষের জন্য যেটা মঙ্গলময় হবে, আমি সেটাই করব। বাংলার ভাই বোনদের জন্য আমি বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরব।'
কেন্দ্রীয় সরকারের থেকে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ায় আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসকদল। পূর্বঘোষিক কর্মসূচি পালন করতে ২ অক্টোবর দিল্লিতেও পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেখানে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাঁরা। উলটে আটক হয়ে থানায় যেতে হয়েছিল। পরে কলকাতায় ফিরে ♑এসে এই একই ইস্যুতে রাজ্যরপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যদিও এতদিন ধরে তা সম্ভব হয়নি। এর জেরে রাজভবনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল। অবশেষে গতরাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, সোমবার, ৯ অক্টোবর বিকেল ৪টের সময় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজভবনে তিনি দেখা করবেন।
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে দমদমে এসে পৌঁছান রাজ্যপাল। এরর জল্পনা শুরু হয়, রবিবারেই হয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন বোস। এর আগে শনিবার বিকেলে দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রতিনিধিদল জানায়, কলকাতার রাজভবনেই তাꦑরা এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে ꧒চান রাজ্যপালের সঙ্গে। এই আবহে গতকাল কলকাতায় ফিরে আসেন বোস। এসে জানিয়ে দেন, সোমবার বিকেলে অভিষেকদের সঙ্গে তিনি দেখা করবেন।
এর আগে অবশ্য তৃণমূলের ধরনা নিয়ে প🐻্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে বোস জানতে চেয়েছিলেন, ১৪৪ ধারা লঙ্ঘন করে রাজভবনের স🌞ামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনার অনুমতি কী করে দেওয়া হল। এদিকে উত্তরবঙ্গেই রাজ্যপাল বলেছিলেন, 'বঞ্চিতদের সঙ্গে আমি কথা বলব। তাঁদের থেকে সরাসরি অভিযোগ শুনব। শুধু কেন্দ্র নয়, বিষয়টির সঙ্গে যুক্ত সবপক্ষের সঙ্গে কথা বলব।' এই আবহে আজকে তিনি কলকাতায় অভিষেকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চলেছেন বিকেলে।