বাংলায় রাজ্য-রা♏জ্যপাল সংঘাত নতুন কিছু নয়। তবে এবার বিধানসভার স্পিকার প্রশ্ন তুলে দিলেন রাজ্যপালের এক্তিয়ার নিয়ে। বিধা✤নসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, আমার তো মনে হয়, রাজ্যপালের বোঝা উচিত তার এক্তিয়ার কতটা।
স্পিকার বলেন, এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমার তো মনে হয় রাজ্যপালের বোঝা উচিত তাঁর এক্তিয়ার কতটা। কেউ রাস্তাঘাটে কারও বিরুদ্ধে বলল, অনেকে তো বলছে একে পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্যপাল অমনি জানতে চাইবে কেন পদত্যাগ করতে হবে বলল তদন্ত করুন। অনেকে তো রাজ্যপালেরও পদত্যাগ চেয়েছে। তার পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন?🏅
তবে আচমকা স্পিকার একথা বললেন তেমনটা নয়। এর আগে রাজভবনের মিডিয়া সেলের তর🔴ফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল, 'আ✅র জি কর ধর্ষণ ও হত্যা কাণ্ড: পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ🦋াধ্যায়ের কাছে রিপোর্ট চাইলেন মাননীয় রাজ্যপাল মহাশয়।
১২ নভেম্বর, ২০২৪ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আর জি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে মাননীয় রাজ্যপাল মহাশয় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যিনি ১১ নভেম্বর, ২০২৪ তারিখে শিয়ালদহ আদালতে হাজির ছিলেন, সেখানে দাবি করেছেন যে তাঁকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দ্বারা বিশেষ করে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ে෴ল-এর 💎দ্বারা ফাঁসানো হয়েছে।
রাজ্যপাল মহাশয় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যাতে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে তাঁকে দ্রুত তথ্যপ্রমাণসহ রাজ্য সরকারের অবস্থান জানানো হয়।🧔 '
মনে করা হচ্ছে তার জেরেই এবার রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার।
এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগে জানিয়েছিলেন, ‘এমন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে ꧑সাধারণ মানুষের আরও সজাগ এবং সচেতন হওয়া উচিত। শহিদদের যে ত্যাগ এই দেশের জন্য সেটা সবসময় মনে রাখা উচিত। গোটা দেশ এই ত্যাগের জন্য চিরকাল কৃতজ্ঞ থা♓কবে। সেনাবাহিনী দেশবাসীর সুরক্ষায় যে দায়িত্ব পালন করছে সেটা অনস্বীকার্য। দেশের ১৪০ কোটি নাগরিকের তাই উচিত তাঁদের পাশে দাঁড়ানো।’
তবে সেই সময়ই রাজ্যপালকে পালটা দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধেই দু’জন মহিলাকে যৌন নিগ্রহ করার অভিযোগ আ꧅ছে। রাজ্যপাল নিজে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তদন্ত ঠেকিয়ে রেখেছেন। আপনার বিরুদ্ধে যে দু’জন মহিলার অভিযোগ রয়েছে তাঁদের মুখোমুখি হয়ে বিষয়টির সুরাহা করুন। তাজ প্যালেসের ঘটনার সমাধান হোক। 𒊎তার লাইভ স্ট্রিমিং হোক। উপরের দিকে থুতু ছুঁড়লে নিজের গায়েই পড়বে।’