ঝালদা পুরসভার কংগ্রেস ও নির্দল কাউন্সিলরদের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। কংগ্র🥀েসের করা আবেদনের ভিত্তিতে বুধবার পর্যন্ত রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা🐠। শনিবার ঝালদা পুরসভায় বোর্ড গঠনের কথা। তার আগে পুলিশকে ব্যবহার করে শাসকদল কংগ্রেস ও নির্দল কাউন্সিলরদের গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আবেদনকারীরা।
গত ২১ নভেম্বর আস্থাভোটে ঝালদার তৃণমূলি বোর্ডের পতন হয়। তার পর থেকেই বোর্ড গঠন নিয়ে চলছিল জল্পনা। ঝালদায় তৃণমূল প্রশাসক বসিয়ে ঘুরপথে ক্ষমতা দখল করতে পারে এমনও আশঙ্কা প্রকাশ করছিলেন অনেকে। অবশেষে ঝালদা পুরসভায় বোর্ড গঠনের দিন ঘোষণা করে💖 প্রশাসন। কিন্তু কংগ্রেসের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়, কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের জামিন অযোগ্য ধারা দিয়ে গ্রেফতার করা হতে পারে আস্থা ভোটের আগে। যার ফলে বোর্ড গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হবে কংগ্রেস শিবির।
এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ💛্বারস্থ হয় কংগ্রেস। সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা জানান, আগামী বুধবার পর্যন্ত ঝালদা পুরসভার ৪ জন কংগ্র🔴েসি ও ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
আদালতের𝓡 এই নির্দেশের পর বুধবার কংগ্রেসের ঝালদা পুরসভা দখল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।