তৃণমূল নেꦦতারা ফোঁস করলে বাংলার মানুষ তাদের ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। সুকুমার রায়ের কবিতা ধ🃏ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করার নিদানকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ২ জ্যান্ত সাপকে মেরে ঠান্ডা করতে বাংলার মানুষ গণতান্ত্রিক ডান্ডা নিয়ে তৈরি হয়ে আছে।
আরও পড়ুন – ১০০ পার্সেন্ট মিথ⭕্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বি🎀স্ফোরক RG করের চিকিৎসকের বাবা
পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শ🐻ুভেন্দু
এদিন সুকান্তবাবু বলেন, ‘আজকের বনধকে বানচাল করার চেষ্টায় একটা জিনিস প্রমাণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। কথামৃতের কথা উল্লেখ করে উনি ফোঁস করতে বলছেন। নিজে হিংসায় প্ররোচনা দিচ্ছেন। বাংলার আন্দোলনকারীদের ওপরে যা করার করো, এটাই উনি ওনার হার্মাদদের নির্দেশ দিয়েছেন। প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন, বাংলার মানুষের ওপর আক্রমণ করে বাংলার মানুষকে মারো পেটো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন যে ওনার গুন্ডারা বাংলার মানুষকে মারধর করবে আর বিজেপি চুপ করে বসে থাকবে, তাহলে ভুল করছেন। ওনার কথা ভেবেই হয়তো সুকুমার রায় লিখেছিলেন, ‘সেই সাপ জ্যান্ত গোটা দুই আন তো’ তাদের জনগণ কী করবে সেটাও লিখে গেছ💙েন উনি, ‘তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা।’ যারা ফোঁস করতে আসবে বাংলার মানুষ তাদের এভাবেই জবাবে দেবে।’
আরও পড়ুন -ꦑ উড়ে গেল বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হাওড়ার গ্রাম
সুকান্তবাবুর ক🃏থায়, ‘মুখ্যমন্ত্রী আর তাঁর ভাইপো, ২ জ্যান্ত সাপ, যতই ফোঁস করুন, বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য। গণতান্ত্রিকভাবে। গণতন্ত্রে ফোঁসের জায়গা নেই। মানুষ আপনাদের শিক্ষা দেবে।’