বরানগরের নেশামুক্তি কেন্দ্রে ২ রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। তারপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। বাসিনꦡ্দাদের দাবি, এলাকায় নেশামুক্তি কেন্দ্র চালানোর নাম করে অত্যাচার করা হত রোগীদের উপর। অবৈধভাবে চলছিল এই কেন্দ্র। দেবজিৎ সরকার নামে এক ব্যক্তি ওই কেন্দ্রটি চালাতেন বলে অভিযোগ। তাকে আটক করা হয়েছে। পুলিশ তাকে জেরা করছে।
একটি বাড়ি ভাড়া নিয়ে ওই কেন্দ্রটি চালানো হত। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দেওয়া হত। তবে সেখানে যে নেশামুক্তি কেন্দ্র হবে সেটা বলা হয়নি। প্রথমে বলা হয়েছিল দুজন থাকবে। তারপর বলা হল সেখানে ডাক্তার বসবে। শেষ পর্যন্ত সেখানে ৫০জনেরও বেশি থাকতেন। আসলে সেটাই হল নেশামুক্তি কেন্দ্র। কিন্তু সেখান🅘ে রোগীদের উপর চলত অত্যাচার। এনিয়ে বাসিন্দারꦐা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেটা শোনা হত না।
এদিকে বাড়ি খালি করার🦩 জন্য বলেছিলেন মালিক। আর তখনই সময় চাওয়া হয়। এরপরই শনি ও রবিবার পরপর দুজনের মৃত্যু। তারা নেশা থেকে নিজেদের মুক্ত করার জন্য় এসেছিলেন। কিন্তু এসে এই মর্মান্তিক মৃত্যু। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।