হাঁসখালির ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের করা মন্তব্যের সঙ্গে এক মত হতে পারলেন না আরেক তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাঁর মতে, ‘মুখ্যমন্ত্রী মহিলা হলে কোনও মহিলা ধর্🌳ষিত হবেন♈ না ব্যাপারটা এমন নয়। কেউই চাইবেন না, এমন ঘটনা ঘটুক।’
সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায় একটি অনুষ্ঠানে গিয়ে হাঁসখালি ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন, ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও সেটা লজ্জার। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে।’ সৌগত রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে হাঁ✱সখালির ঘটনা প্রসঙ্গে রাজ্যের এক মহিলা সাংসদ শতাব্দী রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমি সৌগতদার সঙ্গে একমত নই। এই ধরনের যেকোনও ঘটনাই দুঃখজনক ও লজ্জাজনক। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কী চেয়েছেন এটা? পুরুষ বা মহিলা যেই মুখ্যমন্ত্রী হোন না কেন, কেউ চাইবেন না, এমন একটা ঘটনা ঘটুক।’
হাঁসখালির ধর্ষণ কাণ্ডের ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে গত কয়েকদিন ধরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি আসার পর থেকেই এই ঘটনা অন্য মাত্রা নিচ্ছে। বিরোধীরা শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এই প্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্💦ণ বলেই মনে করা হচ্ছে। তবে সৌগতবাবুর এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানান, ‘সৌগতদার কথা প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। মুখ্যমন্ত্রী অভিযুক্তকে রং না দেখে গ্রেꦆফতার করতে বলেছেন। এর থেকে বেশি ওনার কী করার ছিল। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আক্রমণ করা উচিত নয়।’