'রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত' হয়ে গ্রামের দরিদ্রদের প্রতি চরম উদাসীনতা দেখাচ্ছেন আমলারা। যে কারণে রাজ্যের একটা বড় অংশ পানীয় জলের তীব্র সংকটে ভুগছে। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বালুরঘাটে নিজের দত্তক নেওয়া গ্রামে গিয়ে জল নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্𒅌য সভাপতি সুকান্ত মজুমদার। তার পরই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে এই অভিযোগ জানালেন বিরোধী দলনেতা।
চিঠিতে তিনি 🐻লিখেছেন,'রাজ্যের একটা বড় অংশ পানীয় জল সংকটে ভুগছে। আমাদের রাজনৈতিক ভাবে অনুপ্রাণিত আমলাতন্ত্র, বিশেষ করে উচ্চস্তরের আমলাতন্ত্রের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষের প্রতি চরম উদাসীনতা দেখাচ্ဣছেন। ফলে যারা 'হর ঘর জল'-এর স্বপ্ন দেখেছিল তাঁদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে বলে চিঠিতে তিনি লিখেছেন।
বৃহস্পতিবার, দক্ষিণ দিনাজপুরের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদে সাধারণ মানুষের অভাবঅভিযোগ শুনতে যান বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু সেখানে স্থানীয় মানুষরা 🐟তাঁকে ঘিরে ধরে রাস্তা ও জলের দাবি জানাতে🥂 থাকে। তাঁদের অভিযোগ এলাকায় কল থাকলেও তা দিয়ে জল পড়ে না।
গ্রামবাসীদের সুকান্ত বলেন, 'কেন্দ্র সরকারের প্রকল্পে (জল জীবন প্রকল্প) এই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতারা নিশ্চয়ই টাকা খেয়েছেন সে কারণে অতি নিম্নমানের কাজ করা হয়েছে। তাই গ্রামে জলের 𒆙সমস্যা দেখা দিয়েছে।' যেহেতু তাঁর দত্তক নেওয়া গ্রাম, তাই এর পিছনে রাজনৈতিক উদ্দেশও রয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত। পর পরই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে অভিযোগ জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু।