খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত থাকায় জামাত জঙ্গি কওসর আলিকে সাজা শোনাল আদালত। দেশদ্রোহিতা-সহ একাধিক গুরুতর ধারায় তাঁকে ২৯ বছরের জেলের সাজা⛄ শুনিয়েছেন বিচারক।
বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় কওসর আলি ওরফে বোমারু মিজানকে ২০১৮ সালের অগাস্ট মাসে গ্রেফতার করে NIA. তদন্তে উঠে আসে বাংলাদেশের নাগরিক এই কওসর। নিষিদ্ধ জঙ্গি সং⭕গঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম নেতা সে। বোমা ও IED তৈরিতে সিদ্ধহস্ত সে। খাগড়াগড়ে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছিল সেই। সেখানে তৈরি বোমা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প💖াচারেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
বুধবার NIA-র বিশেষ আদালত কওসরকে দেশদ্রোহিতা, বিস্ফোরক আইন ও বিদেশি আইনের ধারায় মোট ২৯ বছরের সাজা শুনিয়েছেন। এর আগে খাগড়াগড় বিস্ফোরণে সাজা শ𓆉ুনিয়েছে আদালত। ঘটনায় যুক্ত থাকায় মহিলা জঙ্গি গুলশন আরা বিবি ও ওয়ালিমা বিবিকে ৬ বছরের সাজা শুনিয়েছে আদালত। রেজাউল করিম ও আবদুল হাকিমকে ৮ বছরের সাজা শোনান বিচারক।