কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও ও꧟ইদিন সংখ্যায় কম মেট্রো চালানো হবে, তবে রাতে একটি বিশেষ মেট্রো যাবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। কালীপুজোর দিন ভক্তবৃন্দের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ।
মেট্রো রেল সূত্রে খবর, কালীপুজোর দিন (আগামী বৃহস্পতিবার) রাত ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা হবে বিশেষ মেট্রো। মেট্রোটি দক্ষিণেশ্বর পৌঁছোবে রাত ১১টা ৩ মিনিটে। ওই দিন অবশ্য ২৬৬টির বদলে ২২৫টি মেট্রো চলবে। আপের দিকে চলবে ১০৮টি মেট্রো, অন্যদিকে ডাউনের দ🌞িকে চলবে ১০৭টি ট্রেন। তবে এবারে কালীপুজো উপলক্ষে মেট্রোর এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছে।
ইতিমধ্যে কালীপুজোর আগেই লোক🗹াল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। শিয়ালদহ মেন শাখায় যতগুলি ট্রেন চলার কথা, ততগুলি ট্রেন চলবে। এই পরিস্থিতিতে রাত ১০টার সময়ে বিশেষ এই ট্রেনটি চালানো হলে একদিকে যেমন উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে মানুষ দক্ষিণেশ্বর যেতে পারবেন, অন্যদিকে দমদম থেকেও অনেকে শহরতলি এলাকা থেকে এ🌄সে দক্ষিণেশ্বরে যেতে পারবেন। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে কী ধরনের বিধিনিষেধ থাকবে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি।