কাউ হাগ ডে পালনের কথা বলেছিল কেন্দ্রীয় পশুকল্যাণ বোর্ড। সেদিন গোমাতাকে জড়়িয়ে ধরার পরামর্শ দেওয়া হয়েছিল। এনিয়ে মিম কিছু কম হয়নি। তবে শেষ পর্যন্ত আবার সেই প্রস্তাব ফিরিয়েও নেওয়া হয়। তবে এব🦩ার সেই কাউ হাগ ডের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে খোঁচা দিলেন মু🍸খ্যমন্ত্রী। একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তিনি এনিয়ে মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী বলেন, বলছে ভ্যালেন্টাইনস ডে তে গরুকে জড়িয়ে ধরতে হবে! 🍌আর তারপরই তাঁর তীব্র রসিকতা, গরু যদি গুঁতিয়ে দেয় তখন কী হবে? বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। এর সঙ্গেই তাঁর মোক্ষম কথা, বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? কাউ হাগ ডে ঘোষণা করার আগে ১০ লাখ টাকা করে বিমা করিয়ে দিন। আর মোষকে জড়িয়ে ধরতে হলে ২০ লাখ টাকার বিমা করিয়ে দিন। তাহলে আমরা নিশ্চিত সমর্থন করব। কার্যত তীব্র কটাক্ষ করলেন মমতা। সেই সঙ্গে কাউ হাগ ডে প্রসঙ্গেই এবার রাজ্য়ের অন্য়তম বড় প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্পের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি।
এখানেই শুধু থেমে থাকেননি রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্🍸যোপাধ্য়ায়। তিনি ফের সেই কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে আনেন। এর꧋ সঙ্গে বিজেপিকে কড়াভাবে আক্রমণ করেন তিনি। তবে এদিন শুরু থেকেই বিধানসভাতে নানা ইস্যুতে হইহট্টগোল হচ্ছিল। তার মাঝেই মুখ্যমন্ত্রীর মুখে কাউ হাগ ডের প্রসঙ্গ যেন ঠান্ডা বাতাস বয়ে আনে বিধানসভায়।
গরুকে আলিঙ্গন করতে হবে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে এই কর্মসূচির বার্তা দিয়েছিল কেন্দ্র। তারপর থꦬেকে অনেকেরই রাতের ঘুম ছ🐻ুটেছিল। গরু যদি গুঁতিয়ে দেয়? প্রশ্ন ওঠে আম জনতার মনে। দেশজুড়েও ওঠে হাসির রোল। তবে আশার কথা সেই নির্দেশ প্রত্যাহার করে নেয় কেন্দ্র। একেবারে লিখিতভাবে আগের আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হয় কেন্দ্র। তবে আবেদন প্রত্যাহারের পেছনে কোনও কারণ উল্লেখ করা হয়নি।
তবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ জানিয়ে দিয়েছিলেন, সবারই গরুকে ভালোবাসা দরকার। এটিকে ভালো উদ্যোগ বলেও উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে বঙ্গ বিজেপির অনেকেই সেই সুরে সুর মিলিয়ে কাউ হাগ ডে পালনের প্রস্তুতি♛ শুরু করেছিলেন। একেবারে স্বদেশি কায়দায় ভ্য়ালেন্টাইন ডে উদযাপনের উদ্যোগ। তবে এসবের মধ্য়েই সামনে এল মমতার তির। সেটাও আবার ঠিক ভ্য়ালেন্টাইনস ডের আ🎀গে।