প্রবল শ্বাসকষ্ট দেখা গেলে ৮৬ বছর বয়সী স🌠িওপিডি আক্রান্ত বাবাকে শনিবার সকালে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে নিয়ে যান গড়িয়াহাটের বাসিন্দা সঞ্জয় মৈত্র। সেখানে জানানো হয়, করোনা উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট রয়েছে। রোগীকে দ্রুত অক্সিজেন দিতে হবে। তাদের কথাতেই নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু মেডিক্যালে গ্রিন বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার সময় কয়েকজন স্বাস্থ্যকর্মীর কথায় রীতিমতো অবাক হয়ে যান রোগীর পরিবার।
সঞ্জয় মৈত্র জানিয়েছেন, দ্রুত অক্সিজেন দিতে হবে জেনে স্ট্রেচারে করে তাঁর বাবাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সময় হাসপাতালের কিছু চুক্ত༺িভিত্তিক কর্মী বৃদ্ধ ওই রোগীকে বলেন, তাঁকে নিজের ꧟জামা নিজেকেই কাচতে হবে। না হলে যা পরে এসেছে তাই পরে থাকতে হবে। সে সময় ওই রোগী রীতিমতো শ্বাসকষ্টে ছটফট করছেন। সে সময় ওই স্বাস্থ্যকর্মীদের ওই কথা শুনে মাথায় হাত পড়ে তাঁর পরিবারের লোকজনের।
অভিযোগ,𓆉 ওই কর্মীরা বৃদ্ধ রোগীর ছেলে ও পুত্রবধূকেও একই কথা বলেন। গোটা বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের এক আধিকারিক।