আজ ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের মেগা ইভিন্ট ‘শহ🥂িদ দিবস’। তার জেরে উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং কোচবিহার থেকে কাকদ্বীপ—আজ, শুক্রবার বাংলার সব রাস্তা এসে মিলবে মধ্য কলকাতার ধর্মতলায়। তার জেরে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে যানবাহন চলাচলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বাস–ট্রাম অমিল শহরে। এই পরিস্থিতিতে মেট্রো রেলে টোকেন ব্যবস্থাই চালু থাকছে। এগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ২১ জুলাই কলকাতা মেট্রোর যাত্রী বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ। কারণ শহরে এখন বাস অমিল। সরকারি বাস হাতে গোনা। তাই মেট্রোর উপর⛎ চাপ বাড়বে। আবার অনেকে শহিদ দিবসে জেলা থেকে শহরে এসে মেট্রোয় সফর করেন। সেই সংখ্যাটাও কম নয়।
এদিকে বেশ কয়েক বছর ধরে কলকাতা মেট্রো রেলের অভিজ্ঞতা অনুযায়ী, এই ধরনের বড় ꦺসভা–সমাবেশের পর হিসেব মেলাতে গিয়ে দেখা যায় বহু টোকেন কম। সেই সংখ্যা যথেষ্ট বেশি। আসলে দূরবর্তী জেলা থেকে কলকাতায় আসা মানুষজন মেট্রোর টোকেন স্মারক হিসেবে রেখে দিতে নিয়ে গিয়েছেন। আর সেটা করার জন্য একটা কৌশল অবলম্বন করা হয়। একজন যাত্রী দুটি টোকেন কাটলেই একটি ব্যবহার করবেন। অপরটি পকেটে নিয়ে বাড়ি যাবেন। সেক্ষেত্রে একদিকে যেমন মেট্রোর আয় বাড়ল, অন্যদিকে তেমনি ক্ষতিও হল। টোকেন তৈরি করতে খরচ হয় ভালই। তাই সেটি খোয়া গেলে ক্ষতিই হয়। তাছাড়া মেট্রোর টোকেনে বিশেষ সেন্সর লাগানো থাকে। তাই এই টোকেনগুলি মূল্যবান।
অন্যদিকে আজ, একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বাড়তি ট্রেন চলতে পারে বলে খবর। কারণ ভিড় ঠেকাতে এটাই মোক্ষম অস্ত্র। এই একটি দিনে মেট্রোর আয় অনেকটা বেড়ে যাবে বলে মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন। কারণ একদিকে থাকবে নিত্যযাত্রীদের ভিড়। অন্যদিকে থাকবে গ্রাম থেকে শহরে আসা মানুষজনের সৌখিনতা সফরের ভিড়। তাই ট্রেন বাড়াতে চলেছে বলে সূত্রের খবর। আবার সময়ের ব্যবধান 💮কমানো হতে পারে বলেও জানা যাচ্ছে। তবে কলকাতার বহু রাস্তাঘাট বন্ধ থাকবে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে মেট্রোয় ভিন বাড়বে বলে মনে করা হচ্ছে। অফিসকাছারি খোলা থাকায় মানুষকে যাতায়াত করতেই হবে।
আরও পড়ুন: কলকাতার রা🐓জপথ আজ কেমন থাকবে? জান൩িয়ে দেওয়া হল টাটকা ট্রাফিক আপডেট
আর কী জানা যাচ্ছে? টোকেন হারানো নিয়ে কোনও বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিষয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমে বলেন, ‘মানুষের উপর আমাদের ভরসা আছে। একুশে জুলাইয়েও টোকেন ব্যবস্থা চালু রাখা হচ্ছে। এটাই গৃহীত সিদ্ধান্ত। তবে 🍸আমরা আশা করছি, টোকেন আর হারাবে না।’ ইতিমধ্যেই ভিড় শুরু হয়ে গিয়েছে কলকাতা মেট্রোয়। সকাল থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটের মেট্রোতে ভিড় হচ্ছে। তবে জেলা থেকে যাঁরা দমদমে নামছেন তাঁরা আর অন্য যানবাহনের আশা করছেন না। মেট্রোই এদিনের লাইফলাইন।