ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। কলকাতাও তার ব্যতিক্রম নয়। এর মধ্যেই কলকাতায় সক্রিয় হয়েছে বেটিং চক্র। ফুটবল ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। কলকাতার ইলিয়ট রোডের একটি হোটেল থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়া বনাম ঘানা ম্যাচের সময় তারা বেটিং চক্র চালাচ্ছিল বলে ꩲঅভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে কটা গোল দিতে পার𓄧ে? বা কতগুলো শট মিস হতে পারে? অথবা কে জিততে পারে? সেইসবের উপর ভিত্তি করে অনলাইনে বেটিং চালানো হত। এর জন্য ওই পাঁচ যুবক ওই হোটেলে একটি ঘর ভাড়া নিয়েছিল। কিন্তু তারা সব সময় ঘরের ভিতর থাকাতেই সন্দেহ হয় পুলিশের। এরপর গুন্ডাদমন শাখা ওই ঘরে হানা দিয়ে পাঁচ জনকে হাতনাতে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তারা বড় টিভিতে ম্যাচ দেখছিল এবং মোবাইল অ্যাপে বেটিং চালাচ্ছিল। পুলিশ জানতে পেরেছে, তারা বুকি 🍨হিসেবে কাজ করছিল। বেটিংয়ে জিতলেই প্রচুর অঙ্কের টাকা তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করা হত।
পুলিশের অনুমান, যেহেতু কাতারে ফুটবল বিশ্বকাপ হচ্ছে তাই দুবাইয়ের সঙ্গে এই বেটিং চক্রের যোগ থাক🐲তে পারে। সেখান থেকে অ্যাপের মাধ্যমে বেটিং চক্র ছাড়ানো হচ্ছে বলে অনুমান তদন্তকারীদের। সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তদন্তক𒉰ারীরা আরও জানতে পেরেছেন, ক্রিকেট ম্যাচে ধৃতের বেটিং করেছিল। তা থেকে হাত পাকিয়ে ফুটবল বিশ্বকাপেও বেটিং শুরু করে। এদের সঙ্গে কলকাতায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। আজ ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানায়।