Mamata Banerjee: ‘এদিক ওদিক থেকে ঢুকে যাচ্ছে,’ পুজো উদ্বোধনের পথে যানজটে আটকে গেলেন খোদ মমতা Updated: 06 Oct 2024, 02:28 PM IST Satyen Pal Share যানজটে আটকে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুজো উদ্বোধনে পথে আটকে যায় তাঁর গাড়ি। 1/5পুজো এসেছে। সঙ্গে করে এসেছে তীব্র যানজট। রাস্তায় বের হলেই গাড়ির দীর্ঘ লাইন। আর এবার সেই যানজটে আটকে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী। তৃতীয়ার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একাংশে যানজটের মধ্য়ে পড়ে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তীব্র যানজটের জেরে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি পুজোর উদ্বোধনে শেষ পর্যন্ত যেতে পারেননি বলে খবর। (ANI Photo) (Utpal Sarkar) 2/5একে তো প্রবল বৃষ্টি। তার মধ্য়েই একের পর এক পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। চেতলার একটি পুজোর উদ্বোধন করেন। (PTI Photo)( (Utpal Sarkar) 3/5তিনি একের পর এক পুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন। এদিকে মুক্তদল ক্লাবের পুজোর উদ্বোধন করত গিয়ে মমতা এই যানজটের কথা উল্লেখ করেন। . (ANI Photo) (Utpal Sarkar) 4/5মূলত এলগিন রোডের একটা পুজোর উদ্বোধনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মুখ্য়মন্ত্রী বলেন, প্রতিবার আমার জন্য একটি ক্লাব অপেক্ষা করে। ওই ৭৬ পল্লির আগের রাস্তার উপরে। এলগিন রোডের দিকে। যে পুজোতে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে রয়েছে। আমি যেতেই পারলাম না গাড়ি নিয়ে। এমন অবস্থা। ওদের কাছে গিয়ে পারলে আমার হয়ে ক্ষমা চেয়ে এসো। (ANI Photo) (Utpal Sarkar) 5/5মমতা বলেন, এত জ্যাম হয়েছে। কারণ সবাই রাস্তায় গাড়ি পার্কিং করে রেখেছে। তারপর যার যা ইচ্ছে, এদিক থেকে ওদিক থেকে ঢুকে যাচ্ছে। ওদের দোষ নেই। বর্ষা তো। প্রচন্ড বৃষ্টি। ফলে কোন দিক দিয়ে কে যাবে বুঝতে পারছে না। Photo by Samir Jana/ Hindustan Times) (Utpal Sarkar) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি