রবিবার ইস্ট বেঙ্গল – মোহনবাগান ডার্বি আয়োজন করতে কেন্দ্রের সাহায্য চাইতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা না করে ম্যাচ বাতিল করে তিনি ফের প্রমাণ ক♎রলেন তিনি একজন ব্যর্থ স্বরাষ্ট🅠্রমন্ত্রী। সোমবার এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ঝাড়খণ্ডে খেলা চলে গেল এটা পশ্চিমবঙ্গের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে লজ্জার।
আরও পড়ুন - শ্মশা🌺নে আমার মেয়ের বডির আগে ৩টে ꦜবডি ছিল…, বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা
পড়তে থাকুন - মুখ্যমন্ত্রী কি জনগণকে ভয় পাচ্ছেন? নিষেধাজ্ঞার শহরে প্রশ্ন তুললেন কন🍷্যাহারা পিতা
শুভেন্দুবাবু বলেন, ‘আবার প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী হিসাবে ব্যর্থ। প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না। দ্বিতীয়ত এটা রাজ্যের 🦩লজ্জা যে খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে। আর যদি না পারবেন, অমিত শাহ জিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় আধাসেনা দিয়ে খেলাটা করুন। এরাজ্যে পঞ্চায়েত ভোট হয় আধাসেনা দিয়ে। এখনও পশ্চিমবঙ্গ🃏ে কয়েকশ কোম্পানি আধাসেনা রয়েছে ভোট পরবর্তী হিংসা রোখার জন্য।’
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল মরশুমের প্র𓂃থম ডার্বি ম্যাচ। ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্টেডিয়ামে গণবিক্ষোভের আশঙ্কায় শনিবার সেই ম্যাচ বাতিল করে দেয় বিধাননগর পুলিশ। এর পরই সোশ্যাল মিডিয়ায় রবিবার স্টেডিয়ামের সামনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। ওদিকে পুলিশের তরফে রবিবার বিকেলে তাদের স্টেডিয়ামের সামনে আসতে বারণ করে ফোন করা হয় বলে অভিযোগ। এমনকী স্টেডিয়ামের চারিদিকে ১৬৩ ধারা জারি করা হয়।
আরও পড়ুন - ‘আ💫রজি কর কাণ্ডে সিবিআই ঠ⛎িক মতো তদন্ত করলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন’
তাতেও দমে যাননি ফুটবলপ্রেমীরা। রবিবার বিকেলে এক অভূতপূূর্ব দৃশ্য দেখে রাজ্যবাসী। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা একযোগে আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে সরব হন ইএম বাইপাসের ওপর। বৃষ্টি উপেক্ষা করে এ🦩ক যোগে স্লোগান দিতে থাকেন হাজার হাজার ফুটবলপ্রেমীꦕ। এরই মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত ইস্ট-মোহন সমর্থকদের ওপর লাঠি চালাতে শুরু করে পুলিশ। তবে তাতেও ময়দান ছাড়েননি আন্দোলনকারীরা। গভীর রাত পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যান তারা।