ফের একবার ডায়মন্ড হারবার কেন্দ্রের♐ ভোটের নামে প্রহসন হয়েছে বলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তিনি দাবি করেন, ডায়মন্ড হারবারে অবাধে ছাপ্পা ভোট হয়েছে। ওই কেন্দ্রে একাধিকꦺ বুথে ইতিমধ্যে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি।
আরও পড়ুন - ছাপ্পার অভিযোগ প্রতিকুরের, ডায়ꦛমন্ড হারবার নিয়ে শুভেন্দুর দাবি আরও ভয়ানক
পড়তে থাকুন - মুসলিমরা তাদের বিরুদ্ধে ভোট দিলেই TM༺Cর ‘ধর্মনিরপেক্ষতা’র মৃত্যু হয়: অমিত মালব্য
এদিন শুভেন্দুবাবু যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে একটি ভোটকেন্দ্রের ছবি দেখা যাচ্ছে। ভিডিয়োতে 𒁃দেখা যাচ্ছে ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ভোটদান কক্ষের দিকে মুখ করা নেই। সেটির মুখ অন্য দিকে। কেন সিসিটিভি ক্যামেরার মুখ অন্যদিকে তা নিয়ে প্রতিবাদ করতে শোনা যাচ্ছে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে।
এই ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘কয়লা ভাইপো ভয় পেয়েছে। তাই ভোটের দিন সমস্ত রকম অবৈধ উপায় প্রয়োগ করেছে সে। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল ব্যবহার করে মমতা পুলিশ ও IAS সুমিত গুপ্তার সাহায্যে প্রায় ৪৫০ বুথে ভোট লুঠ🍌 ♎করেছে। এখানে রইল একটা উদাহরণ।’
অভিষেকের নাম না করে শুভেন্দু লিখেছেন, ‘এটা ফলতা বিধানসভার ১৪৪ নম্বর বুথ। এখানে সিসিটিভি ক্যামেরা অন্য দিকে ঘুরিয়ে চটি টাকা প্রিসাইডিং অফিসারের সাহায্যে অবাধে ভুয়ো ভোটদান চলছে। তিনি নিজের লোকসভা কেন্দ্রেরও জন্য এত কাজ করে থাকলে এসব অসদুপায় অবলম্বন করতে হচ্ছে কেন? কারণ তিনি জানানে, ভোট অবাধে হলে পায়ের তলার মাটি সরে যেতে পারে।’
আরও পড়ুন - ৩০ দূর অস্ত, বাংলায় কত আসন 🐲পেতে পারে বিজেপি♐, ভোট শেষ হতেই ফাঁস করলেন খোদ সুকান্ত
শনিবার রাজ্যে শেষ দফার ভোটগ্রহণে ছিল ডা🍬য়মন্ড হারবার কেন্দ্রের ভোটগ্রহণ। বিরোধী বাম ও বিজেপির অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে ডায়মন্ড হারবারে। আর কমিশন ছিল দর্শকের 𒆙ভূমিকায়।