ভয়াবহ আগুনে ভস্মী💦ভূত হয়ে গেল আস্ত গোডাউন। শুক্রবার শহরে ফের ভয়াবহ আগুন লাগল। এবার উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের একটি গোডাউনে আগুন লাগে। সেখানে দাহ্য বস্তু থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৭টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর 💛এখনও মেলেনি। বিপুল ক্ষয়ক্ষতি হলে তার পরিমাণ জানা যায়নি। কীভাবে আগুন লাগল? তার তদন্তে নেমেছে দমকল এবং উল্টোডাঙা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ২/৪ উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের ওই ডালের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের তিনটে ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে বলেই আরও চারটে ইঞ্জিন আনতে হয়। মোট সাতটি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনত♒ে পারে।
দমকল সূত্রে খবর, গোডাউনের ভিতরে কেউ না থাকায় হ🍸তাহতের ঘটনা ঘটেনি। তবে অনেক জিনিস থাকায় তার ক্ষতি হয়েছে। আগুন নিভে গেলেও গোডাউন ভস্মীভূত হয়ে গিয়েছে।। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান বৃষ্টির কারণে শর্ট–সার্কিট হয়ে গিয়ে আগুন লেগেছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজ 🅺শুরু করতে বেগ পেতে হয়েছে।