কলকাতা শহরের বুকেই রয়েছে নিজের এক ফালি জমি? কিন্তু, ইচ্ছা বা সামর্থ্য থাকলেও▨ সেই জমিতে তুলতে পারছেন না পাকা বাড়ি? এবার আর সেই সমস্যা থাকবে না। আপনার যদি মাত্র আধ কাঠা জমিও থাকে, তাহলেও আপনি সেই জমিতে কলকাতা পুরনিগমের কাছ থেকে পাকা বাড়ি তৈরি করার ছাড়পত্র এবং নকশার বৈধ অনুমোদন পাবেন। তেমনই ব্যবস্থাপনা শুরু করছে পুরনিগম কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন মেয়র স্বয়ং।
সম্প্রতি কলকাতাজুড়ে হেলে পড়া বহুতল নিয়ে শোরগোল শুরু হয়েছে। ঘটনাগুলি খতিয়ে দেখলেই বোঝা যাবে, বহু ক্ষেত্রে𝕴ই এইসব বহুতল আদতে বেআইনি। দেখা গিয়েছে, নিয়ম, নীতির তোয়াক্কা না করেই সামান্য পরিমাণ জায়গায় পেল্লায় বহুতল খাড়া করে দেও💦য়া হয়েছে। এর ফলে নির্মাণের কিছু সময় পরই ওই সমস্ত বাড়ি বসবাসের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে।
অন্যদিকে, অনেকের আবাꦯর সামর্থ্য থাকলেও জায়গায় পরিমাণ কম থাকায় বা আরও নানা ধরনের কঠোর নিয়ম কানুন কার্যকর 💖থাকায় (যেমন - ঠিকা জমিতে পাকা বাড়ি নির্মাণ) পাকা বাড়ি তৈরি করতে পারেন না।
সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, এই সমস্ত কারণে বেআইনিভ💎াবে পাকাবাড𓄧়ি তৈরির ঘটনা বাড়ছে। এবার তাতে রাশ টানতেই আধ কাঠা জমিতেও ইঞ্জিনিয়ারিংয়ের নিয়ম মেনে তৈরি করা পাকা বাড়ির নকশা অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম। এতে অবৈধ নির্মাণের প্রবণতা কমবে বলেই আশা করা হচ্ছে।
কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিমকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, 'আধ কাঠꦡা অথবা এক কাঠার কম – এমন ছোট জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। মেয়র পারিষদদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এদিন (শুক্রবার - ২৮ ফেব্রুয়ারি, ২০২৫) বেশ কিছু ছোট জমিতে বিশেষ ছাড় দিয়ে বৈধ বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হল। কলকাতার বাসিন্দাদের কাছে অনুরোধ, জমি ছোট হোক, তবু বিল্ডিং প্ল্যানের অনুমোদন কর্পোরেশনই দেবে। সমানুপাতিক হারে ছাড় দেওয়া হচ্ছে। তাই প্ল্যান স্যাংশন করে নিজের বাড়ি করুন। কর্পোরেশনের অনুমতি ছাড়া বাড়ি করলে আপনারাই বিপদে পড়বেন।'
এꦫকইসঙ্গে মেয়র জানিয়েছেন, 'সব ঠিক থাকলে ১৫ দিনের মধ্যেই প্ল্যান অনুমোদন করা হবে। আটকে গেলে সরাসরি আমার কাছে আসুন♎।'
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, কলকাতা পুরনিগমের এই সিদ্ধান্তের ফলে শহরের একটা বড় অংশের মানুষ খুশি হবে। তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতি তাঁদের সমর্থꩵন বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। স🦋েই হিসাবে মেয়রের এই ঘোষণা নিম্নমধ্যবিত্ত ও গরিব ভোটারদের মন জয় করার ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ বলেও ব্যাখ্য়া করছেন কেউ কেউ।
কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঠিকা জমি, কলোনি জমি-সহ পꦍুর এলাকার ✤যে কোনও ওয়ার্ডে এই নয়া নিয়ম কার্যকর করা হবে।