কলকাতার একাধিক পুজো প্যান্ডেলে ভিড় বাড়ছে♔। একেবারে গিজগিজ করছে ভিড়। অনেকেই বাচ্চাদের নিয়ে পুজো মণ্ডপে গিয়েছেন। কিন্তু যদি আচমকা হাত ছেড়ে বেরিয়ে যায় বাচ্চা, তাহলে কী করবেন?
অন্যদিকে দূর গ্রাম থেকেও বহু মানুষ কলকাতায় দুর্গাপুজো দেখতে আসেন। অনেক সময় রাস্তা ভুল করে হারিয়ে যান তাঁরাও। তবে এবার 🤪সেই হারিয়ে যাওয়া লোকজনদের খুঁজে পাওয়ার জন্য় কলকাতা পুলিশের কোন ন♚ম্বরে ফোন করবেন? সেই সংক্রান্ত হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেলে লিখেছে, একট🔥ি স্পেশাল হেল্পলাইন নম্বর আনা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে এই হেল্পলাইন নম্বর আনা হয়েছে। যদি দুর্গাপুজোর দিনগুলোতে কেউ হারিয়ে যান তবে এই হেল্পলাইন নম্বর ব্যবহার করা যেতে পারে।
এরপর একাধিক নম্বর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই হেল্পলাইন নম্বর চালু থাকবে। সেই নম্বরটি হল, 9163737373। এটা ছাড়াও আরও একাধিক নম্বর রয়েছে। সেই নম্বরগুলি হল মি𒁃সিং পার্সন স্কোয়াডের নম্বর- 033- 22141835, কলক👍াতা পুলিশের কন্ট্রোল রুম- 033-22505090,033-2214 3230, DCPO Kolkata-1098 এই নম্বরে ফোন করতে পারেন। ১০০ ডায়ালে ফোন করেও জানাতে পারেন।
এদিকে ইতিমধ্যেই দুর্গাপুজোর মণ্ডপগুলিতে ভিড় হতে শুরু করেছে। একদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে ধাপে ধাপে জমে উঠছে দুর্গাপুজো। এতদিন যারা প্রতিবাদের মিছিলে সামিল হয়েছিলেন তাদের𒈔 অনেকেই এখন উৎসবের আঙিনায়। তার মানে তাঁরা সবাই প্রতিবাদের রাস্তা থেকে সরে এসেছেন এমনটা ঠিক নয়। আসলে সারা বছরের ব্যস্ততার শেষে﷽ বছরের এই কয়েকটা দিন একটু আনন্দে গা ভাসানো। তবে প্রতিবার যেমনটা হয় তেমনটা এবার নয়। এবার কিছুটা হলেও ছন্দপতন। তবুও বছরের এই কয়েকটা দিন পুজো মণ্ডপে না গেলেই নয়।
কলকাতার একাধিক পুজো মণ্ডপে বেজায় ভিড় শুরু হয়েছে। তবে কোথাও যেন এবার ছন🔜্দপতন। সেই আগের মতো আনন্ꦡদ উল্লাস নেই। কোথাও যেন মনমরা হয়েও প্রতিমা দেখছেন বাসিন্দারা।
এদিকে বিচারের দাবিতে গণ ইস্🤡তফায় নেমেছেন চিকিৎসকরা। এমনকী সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। তবে এবার গণইস্তফার জল কতদূর গড়ায় সে🍰টাই দেখার। তবে গণইস্তফার এই উদ্যোগকে কেন্দ্র করে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে।