তাঁর জন্যই সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকোবচ পেয়েছিলেন প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিবিআইয়ের ক্ষেত্রে রক্ষাকবচ পেলেও ইডি মানিককে ꦑগ্রেফতার করেছে।ꦓ সেই আইনজীবী তথা ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি এখন মানিকের শেষ ভরসা।
রোহতগি দেশের অন্যতম 'দামী' আইনজীবী। যিনি একটি মামলা লড়তে নেন প্রায় কোটি টাকা। একাধিক হাই প্রোফাইল মামলাও লড়েছেন তিনি। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মামলায় লড়েন 🎃রোহতগি। তাঁর মক্কেল তালিকায় ছিলেন জয়ললিতায়। সম্প্রতি দিল্লি মন্ত্রী সত্যেন্দ্র জৈনের একটি মামলায় সওয়াল করেন। হাইকোর্ট যখন মানিককে গ্রেফতারির অনুমতি দেয়, সেই সময় সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে তিনি মুকুল রোহতগির দ্বারস্থ হন। তাঁর সওয়ালেই রক্ষাকবচ পান মানিক। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করেও শেষরক্ষা হয়নি। ইডি মানিককে গ্রেফতার করেছে।
এই গ্রেফতারি নিয়ে রোহতগি শীর😼্ষ আদালতের দৃষ্টি আর্কষণ করলেও বিচারপতি সে ভাবে গুরুত্ব দেননি বলেই সূ্ত্রে জানা গিয়েছে। বুধবার ফের তা আদাꦅলতে পেশ করতে বলেন তিনি।
এর প্রেক্ষিতে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কটাক্ষ, 'যেখানে কোটি কোটি টাকা লুট হচ্ছে, সেখানে এ আর এমন কী। অন্য দিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,'কেস এত জটিল যে লক্🤡ষ লক্ষ টাকা খরচ করেও লাভ হল না।'
মানিককে ১৪ দিনেই ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্টꦬ। সূত্রে খবর জামিনের আর্জি জানাননি মানিক।