আগামী বছর পঞ্চায়েতে নির্বাচন। তার আগে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৭১৪ কোটি টাকা খরচের অনুমোদন দিল রাজ্য সরকার। জরুরি ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট🃏 সরকারি দফতরের মাধ্যমে এই অর্থ খরচ করা হবে বলে নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য। নবান্নের তরফে দ্রুত গ্রামোন্নয়নের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিছুদিন আগে গ্রাম উন্নয়নের কাজের জন্য জেলা শাসক, বিভিন্ন দফতরের সচিব ও বিডিওদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচ❀িব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রথমে ডিসেম্বরের মধ্যে গ্রাম উন্নয়নের কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু, জানা যায় তার জন্য দফতরগুলির কাছে পর্যাপ্ত ছিল না। এরপরেই 🎉তড়িঘড়ি ১৩ টি দফতরকে নতুন করে টাকা খরচের অনুমোদন দিয়েছে অর্থ দফতর।
নবান্ন সূত্রের খবর, ১৩টি দফতরের মধ্যে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরকে। এই দফতরে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে গ্রাম্য এলাকায় রাস্তাঘাট নির্মাণ, খালসংস্কার, নিকাশি-নালা তৈরি, নলকূপ খনন প্রকৃতির কাজ পঞ্চায়েতের মা𓆉ধ্যমে করা হবে। সেই কারণে এতো টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ত বিভাগে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। এছাড়া নারী ও শিশু কল্যাণ দফতরে ৬০ কোটি, সেচ ও জলপথ উন্নয়নে ৫৫ কোটি, প্রাণিসম্পদ উন্নয়ন🌟ে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি মৎস্য দফতর, সমবায় দফতর, খাদ্য দফতরেও টাকা বরাদ্দ করা হয়েছে।
এ বিষয়ে এক পঞ্চায়েত উপপ্রধানের বক্তব্য, অর্থের অভাবে এর আগে গ্রামের অনেক উন্নয়নের ক🎐াজ করা যায়নি। তবে অর্থ পেলে সেই কাজ করা সম্ভ🙈ব হবে। জানা যাচ্ছে, ৬০ শতাংশ টাকা জনস্বাস্থ্য খাতে খরচ করা হবে। বাকি ৪০ শতাংশ খরচ রাস্তা তৈরি, রাস্তায় আলো বসানো প্রভৃতির কাজে করা হবে।