করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে র💫াখতে রাতে কলকাতা ও জেলায় জেলায় হোটেল রেস্তোরাঁর ওপরে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিল নবান্ন। মঙ্গলবার নবান্ন থেকে এই নির্দেশিকা পাঠানো হয়ে🦹ছে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের কাছে। কোথাও নাইট কার্ফু ভেঙে হুল্লোড় করতে দেখলে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
নির্দেশিকায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে রাত ৯টা থেকে ভোট ৫টা পর্যন্ত কঠোরভাবে নাইট কার্ফু পালন করতে হবে। রাতে কাউকে অকারণে ঘোরাফেরা করতে দেখলে পদক্ষেপ করতে হবে পুলিশকে। এছাড়া কলকাতা ও জেলার হোটেলগুলিতে রাতে নিয়মভেঙ♐ে কোনও রকম পার্টি বা হুল্লোড় চলছে কি না সেদিকেও নজর রাখতে হবে পুলিশকে। কেউ মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে তাঁর বিরুদ্ধে মহামারি আইন প্রয়োগ করতে হবে।
বলে রাখি, গত কয়েক সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় নজরে পড়েছে আইনভাঙার নানা ছবি। কলকাতা থেকে জেলায় রাতে কার্ফু অমান্য করে যুবক যু💧বতীদের পার্টি করতে দেখা গিয়েছে। কলকাতার পার্ক হোটেলে এমনই এক পার্টি থেকে ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। একই রকম ঘটনার খবর পাওয়া গিয়েছে শিলিগুড়ি থেকেও। গত সপ্তাহান্তে পার্ক স্টিটে আইন ভেঙে বহু তরুণ – তরুণীকে হুল্লোড় করতে দেখা যায়। এর পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন।