রাজ্য়ের স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। রাজ্য়পাল সিভি আনন্দ বোসে♏র প্রধান সচিব ছিলেন তিনি। সেই সময় রাজ্যপাল নানাভাবে তাঁর উপর কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। এনিয়ে রাজ্য় প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি রাজ্য পর্যটন দফতরে আসেন। সেখানেও তিনি বেশ দক্ষতার সঙ্গেই মুখ্য়মন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ করে যাচ্ছিলেন। রাজ্য প্রশাসনের অন্দরে কান পাতলে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে অত্যন্ত♐ সুসম্পর্ক নন্দিনী চক্রবর্তীর। বরাবরই তিনি মমতার গুডবুকে রয়েছেন। সেই নন্দিনী চক্রবর্তীকে এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে।
তবে স্বরাষ্ট্রসচিবের প্রধান সচিবের দায়িত্বের পাশাপাশি তিনি পর্যটন দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। এদিকে পর্যটন দফতরেও তিনি একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন বলে খবর। এনিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়ে মুখ্যমন্ত্রী বেশ খুশি ছিলেন বলেই খবর। আর নতুন বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পেলেন নন্দিনী চক্রবর্তী।
সামনেই লোকসভা ভোট। তার আগে বড় বদল হল রাজ্য় প্রশাসনের অন্দরে। সম্প্রতি মুখ্যসচিব পদের জন্য় বিএস গোপালিকাকে বেছে নিয়েছে মমতার সরকার। এবার স্বরাষ্ট্রসচিব হিসাবে বেছে নেওয়া হল আইএএস নন্দিনী🔯 চক্রবর্তীকে। তিনি 𒅌১৯৯৪ ব্যাচের আইএএস। বরাবরই দক্ষ আধিকারিক বলে পরিচিত। আইএএস লীনা চক্রবর্তীর পরে এই প্রথম কোনও মহিলা আইএএসকে স্বরাষ্ট্র সচিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। তাঁকে প্রিন্সিপাল সেক্রেটারি হোম ও হিল অ্য়াফেয়ার্স করা হচ্ছে। সেই সঙ্গে মেদিনীপুর ডিভিশনের কমিশনার পদেও তিনি থাকবেন।
৩১ ডিসেম্বর বিপি গোপালিকার স্বাক্ষরিত নির্দেশে তেমনটাই উল্লেখ করা⛎ হয়েছে বলে খবর।