ইস্ট - ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ চলাকালীন ফের ফালট ধরল বউবাজারের একাধিক বাড়িতে। যার ফলে রাতের ঘুম ছুটেছে গৌর দে লেনের বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, ওই রাস্তার ওꦡপর অন্তত ২৩টি বাড়িতে নতুন করে ফাটল দেখা গিয়েছে। যদিও KMRCL-এর তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, ভয় নেই।
গত মাসেই ফের শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোড়ার কাজ। সেন্ট্রাল অ্যাভিনিউর দিক থেকে সুড়ঙ্গ খুড়তে খুড়তে শিয়ালদহের দিকে এগোচ্ছে টানেল বোরিং মেশিন ঊ♏র🍸্বি। আর সেই মেশিনের চাকা ঘুরতে বুক দুরুদুরু শুরু হয়েছে বউবাজারের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। ফিরে আসছে গত অগাস্টের স্মৃতি।
স্থানীয়রা জানিয়েছেন, সুড়ঙ্গ খোড়ার কাজ শুরু হতে অন্তত ২৩টি বাড়িতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। KMRCL-এর তরফে জানানো হয়েছে, পর🅰িস্থিতির ওপর ইঞ্জিনিয়াররা নজর রেখেছেন। দুশ্চিন্তার কিছু নেই। সাবধানতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অনেকেই সেই প্রস্তাব গ্রহণ করেননি। তবে যথাসম্ভব সাবধানে কাজ চলছে। ফলে বিপর্যয়ের আশঙ্কা নেই।