নানা দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে আরজিকরে। তবে এবার হাজিরার কড়া নির্দেশ জারি করে কার্যত আন্দোলন দমানোর রাস্তায় হাঁটল কর্তৃপক্ষ । আর তাতে কিছুটা হলেও সফল হয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাজিরার নির্দেশ দেওয়ার পরেই কাজে ফিরে যান পিজিটিরা। অনশনকারী ইউজি পড়ুয়াদের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পিজিটির জন্য হাজিরা সংক্রান্ত বিশেষ নির্দেশ জারি করেছিল কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছিল কাজে যোগ না দিলে নামের ♔পাশে অনুপস্থিত উল্লেখ করা🌠 হবে। তবে এই নির্দেশের জেরে কিছুটা হলেও কাজ হয়। পিজিটি চিকিৎসকদের অনেকেই দ্রুত কাজে ফেরেন।
এদিকে আন্দোলনের জেরে হাসাপাতালের চিকিৎসা পরিষেবায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। এর সঙ্গেই আন্দোলনকারী চিকিৎসকরা অধ্যক্ষের পদত্যাগের দাবি সহ নানা দাবিতে অনড় ছিলেন। তাঁদের নানাভাবে বুঝিয়েও কাজ হচ্ছিল না। সেক্ষেত্রে এবার হাজিরার কড়া নির্দেশ জারি করে কিছুটা হলেও আন্দোলনের ঝাঁঝ কমিয়ে দিতে স🐻মর্থ হল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সামনেই ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষার আগেই উপস্থিতির হার নিয়ে জারি করা হল নোটিশ। সেখানে উল্লেখ করা হয়েছে থিওরি ক্লাসে ৭৫ শতাংশ হাজিরা দিতে হবে পড়ুয়াদের, প্র্যাকটিক্যালে ৮০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছ𒆙ে। তবে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, চাপের কাছে নতি স্বীকার তাঁরা করবেন না। আন্দোলন সমান ছন্দেই চলবে।