কলকাতা এসে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তি𒈔নি বলেন, 'শাহজাহান কোথায় জানে তৃণমূল। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা গেল না।'
সন্দেশখালির ঘটনাপ্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, 'সন্দেশখালির বিষয় বলতে গেলে শরীর কেঁপে ওঠে। রাজ্য সরকার কতটা নির্মম যে এখনও পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার করল না।' তিনি মণিপুর প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করে বলেন, 'আমার মনে আ♛ছে মণিপুর নিয়ে সংসদে কতবার প্রশ্ন তুলেছিল। এটা করেনি কেন? ওটা করেনি কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছেন কী কী পদক্ষেপ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেখানে গিয়েছিলেন, ক্যাম্পে ছিলেন। সবার সঙ্গে কথা বললেন। যার বিরুদ্ধে পদক্ষেপ করার কথা করলেনও।'
আরও পড়ুন। 'কড়া ব্যবস্থা নিন,' সন্দেশখালি নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর চিঠি মমতা♑কে
আরও পড়ুন। সন্দেশখালিতে ৬১ জনকে জমি ফেরত , বেড়মজুরে ♕শুরু অস্থায়ী বাঁশের সাঁকোর কাজ
তিনি আরও বলেন,'আর সন্দেশখালির 🔥ক্ষেত্রে কী দেখছি আমরা? ১৪৪ ধারা জারি করে কাউকে যেতে দিচ্ছে না। নিজেদের মন্ত্রীরা যাচ্ছেন। তাಞর পর বিবৃতি আসছে, আর কয়েকদিনের মধ্যে আমরা শাহজাহানকে গ্রেফতার করব। তার মানে আপনার জানেন শাহজাহান কোথায়। সে কারণে আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করব।'
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের জবাব দিয়েছে তৃণমূল। দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের কটাক্ষ, 'উনি এসব কথা খুব ভাল করে বলতে পারবেন। কারণ, ওনারাই তো ব্রিজভূষণকে দিনﷺের পর দিন রাজনৈতিক কারণে গ্রেফতার করেনি। সেই ব্রিজভূষণ, যাঁর বিরুদ্ধে সাক্ষী মালিক থে🧸কে শুরু একে পর এক সোনার মেয়ে যৌন নির্যাতনের অভিযোগ করল। শুধুমাত্র বিজেপি সাংসদ হওয়ার কারণে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে সরকারের হাঁটু কেঁপে গেল'।