মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়ার সম্ভাবনার কথা খারিজ করল তৃণমূল। শুক্রবার এই নিয়ে বিতর্ক চরমে উঠলে রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা বল𒀰েন, মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাক্কা দেওয়ার প্রশ্ন উঠছে ক🌸েন?
শশী পাঁজা বলেন, ‘বিষয়টা সিনক♏োপ। অনেক সময় শারীরিক অস্থিরতার জন্য মানুষ হঠাৎ করে জ্ঞান হারায়। এর꧒ সঙ্গে কারও ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই। ধাক্কা দেওয়ার প্রশ্ন উঠছে কেন?’
বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী বাড়ি চলে যাওয়ার পর সাংবাদিক বৈঠকে SSKM হাসাপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পিছন থেকে ধাক্কা দেওয়া ফলে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন’। এর পরই প্রশ্ন ওঠে, মুখ♒্যমন্ত্রীকে তাঁর শোয়ার ঘরে ধাক্কা দিল কে? আলোচনা শুরু হয় নানা রকম সম্ভাবনা নিয়ে। শুক্রবার সকালে এই নিয়ে জল্পনা যখন চরমে উঠেছে তখন মণিময় বাবু দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি বলতে চেয়েছেন ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও তাতে থামেনি পুলিশি তৎপরতা।
শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন তিনি। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় কোনও রহস্য না থাকলে সকাল সকাল কেন পৌঁছলেন পুলিশ কমিশনার? মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল তাঁর? সূত্রের খবর, শুক্রবার বিকেলে SSKM হাসপাꩲতালে চেক আপে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি সম্পূর্ণ স্থিতিশীল। ওদিকে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় বিভিন্ন জায়গায় প্রার্থনা ও পুজোর আয়োজন করেছেন তাঁর গুণমুগ্ধরা।