টোকেনের জন্য আর লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। স্মার্ট কার্ড ওরিচার্জের জন্যও দাঁড়াতে হবে না লাইনে। এবার থেক🙈ে মোবাইল অ্যাপেই কাটা যাবে মেট্রোর টিকিট।
করো🤡না পরিস্থিতিতে সংক্রমণ কীভাবে এড়িয়ে চলা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিলেন মেট্রো কর্তৃপক্ষ। অবশেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে মেট্রোর গেটে মোবাইলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করলেই পাওয়া যায় মেট্রো টিকিট। ইতিমধ্যেই, সমস্ত মেট্রো স্টেশনে স্ক্যানার বসানোর কাজ সম্পন্ন করে ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ। বিশেষ করে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সবকটি মেট্রো স্টেশনে স্ক্যানার বসানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মাসখানেক ধরেই এই স্ক্যানার কোডগুলি বসানোর কাজ চলছিল।
টোকেনের হাতবদলের ফলে করোনা সংক্রমনের আশঙ্কা করছিলেন যাত্রীদের একাংশ। যদিও সেক্ষেত্রে 'আল্ট্রাভায়োলেট লাইট 🦄রে' মেশিন বস🎃ানো হয়েছে প্রতিটি মেট্রো স্টেশনে। যার মাধ্যমে টোকনগুলিকে করোনা মুক্ত করা যায়। তবে যারা লাইনে দাঁড়িয়ে টোকেন বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে ইচ্ছুক নন, তারা এই কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন নিজের মোবাইল থেকেই। যা সম্পূর্ণ নিরাপদ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, কলকাতা সংশ্লিষ্ট যাত্রী যে মেট্রো স্টেশন থেকে উঠবেন এবং যে স্টেশনে নামবেন সেই স্টেশনের নাম অ্যাপে লিখে কিউআর কোড স্ক্যান করতে হবে। তারপরেই মোবাইলে টিকিট চলে আসবে। যেহেতু টিকিট পাওয়ার পরেই মেট্রো গেট খোলে, তাই মেট্রোর গেটে মোবাইলে আসা কিউআর কোড দেখালে সেটি স্ক্যান করে নেবে মেট্রো গে෴ট এবং তারপর সেটি সংশ্লিষ্ট যাত্রীর জন্য খুলে যাবে।
আগামী মাস থেকে কিউআর কোড বেসড টিকিট চালু হতে পারে বলে মেট্রো সূত্রে🀅র খবর। এই টিকিটের ফলে যাত্রীরা যেমন লাইনে দাড়ানোর দীর্ঘ ভিড় এড়িয়ে যেতে পারবেন তেমনি করোনা সংক্রমণের হাত থেকেও নিজেদের নিরাপদে রাখতে পারবেন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।