এবার পরিবহণ দফতরের বিরুদ্ধে সরাসরি তোলাবাজি করার অভিযোগ আনলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, পরিবহণ দফতরে এখন শুধু টাকার খেলা চ🍌লছে। তোলাবাজি চরমে উঠেছে।
বুধবার থেকে সংশোধিত মোটর ভেহিক্যালস আইন চালু হয়েছে। এই আইনের বলে জরিমানার টাকা অনেকটাই বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, ‘পরিবহণ দফতরে শুধু টাকাই টাকা। কম স্পিডে গেলেও টাকা আবার বেশি স্পিডে গেলেও টাকা। কাউকে যদিꦉ অপ্রকৃতস্থ মনে হয়, তাহলেও টাকা।’ একইসঙ্গে তিনি জানান, এর ফলে অনেক গাড়ি, ম্যাটাডোরকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেককেই পরিস্থিতির চাপে পড়ে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে।
একইসঙ্গে সিপিএম নেতা অভিযোগ করেন, নিউটাউন, ই এম বাইপাসের মতো রাস্তায় ঘণ্টা🌊য় ৪০ থেকে ৪৫ কিলোমিটারের বেশি গতি তুললেই জরিমানার কোপে পড়তে হয়। হাইরোডগুলিতে যদি গতিবেগ বেঁধে দেওয়া হয়♚, তাহলে হাইরোড করা হয়েছে কেন? বাইপাস করা হয়েছে কেন? সুজনবাবুর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ট্রাফিক আইন খুব লঙ্ঘন করা হচ্ছিল। সেই কারণে এই জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।