রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরনায় বসার অনুমতি দিয়ে অন্যায় করেছিল পুলিশ। কলকাতা হাইকোর্টের সামনে বুধবার কার্যত স্বীকার করলেন রাজ্য সরকারের আইনজীবী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতে চেয়ে শুভেন্দু অধিকারী যে আবেদন করেছিলেন তার শুনানিতেই একথা বলেন তিনি। এদিন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৪৪ ধারা অমান্য করায় কী পদক্ষেপ করেছে পুলিশ। তবে এর কোনও সদুত্তর দিতে পারেননি রাজ্য সরকারের এজ🐷ি।
আরও পড়ুন - তিনিই রেলের বিরুদ্ধে পুলিশে FIR করেছেন🌟, জানেনই না কাঞ্⛄চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী
পড়তে থাকুন - দায়িত্ব বাড়ল শংকর ঘোষের, রইলেন না শুধু বিধায়ক
বুধবার শুভেন্দুবাবুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য সওয়ালে বলেন, এর আগে রাজভবনের সামনে যে জায়গায় ১৪৪ ধারা জারি থাকে সেখানে রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দিয়েছে পুলিশ। ৫ দিন ধরে সেখানে কর্মসূဣচি পালন করা হয়েছিল। একথা শুনে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, গত অক্টোবরে রাজভবনের সামনে যে নেতা ১৪৪ ধারা ভেঙে ৫ দিন ধরে ধরনা দিয়েছিলেন তার পর তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে পুলিশ? আগামী শুনানিতে আদালতের সামনে এর 🌃জবাব দিতে হবে রাজ্য সরকারকে।
এদিন আদালতে শুভেন্দুবাবুর আইনজীবী বলেন, বিজেপি কর্মীরা শান্তিপূর্ণ ধরনায় অংশগ্রহণ করবেন। তাদের যেন অন্তত ১ ঘণ্টার জন্য ধরনায় বসার অনুমতি দেওয়া হয়। কিন্তু সেব্যাপারে কোনও নিশ্চয়তা দেয়নি আদালত। বুধবার বিকেলে শুভেন্দুবাবুর ধরনায় বসার🍨 কথা থাকলেও এদিন এব্যাপারে আদালত কোনও সিদ্ধান্ত না জানানোয় তাঁর কর্মসূচি স্থগিত হয়ে যায়। ২১ জুন মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।
আরও পড়ুন - কোচবিহারে BJP কর্মীকে ২০ জ🌟ন মিꦉলে ধর্ষণ করেছে, FIR নিচ্ছে না পুলিশ: বিপ্লব দেব
এদিন রাজ্🧸যের এজি আদালতে জানান, কেন পুল♛িশ রাজ ভবনের সামনে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দিয়েছিল তা তাঁর জানা নেই। তবে একজনকে ভুল করে বা অন্যায় ভাবে অনুমতি দেওয়া হলে বাকিদের সেই অনুমতি পাওয়ার অধিকার জন্মায় না।