প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের তলবে মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন পূর্ব🦄 মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদের ৩ আধিকারিক। মঙ্গলবার নথিসহ নিজাম প্যালেসে হাজির হন তাঁরা। সূত্রের খবর, এক নেতার লেটারহেডে DPSC-র কাছে যে সুপারিশ এসেছিল তা সিবিআℱই আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন তাঁরা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সোমবার হুগলির আধিকারিকরা হাজিরা দেন। মঙ্গলবার ছিল পূর্ব মেদিনীপুরের আধিকারিকদের পালা। এদিন পূর্ব মেদি🎀নীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ৩ জন আধিকারিক হাজিরা দেন নিজাম প্যালেসে। তাঁদের একজন দাবি করেন ২০১৪ প্রাথমিক টেটের ভিত্তিতে ৭৭৬ জনকে জেলায় সুপারিশের ভিত্তিতে নি♛য়োগ করা হয়েছে। সেই তালিকা তদন্তকারীদের হাতে তুলে দেন তাঁরা।
সূত💙্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে পূর্ব মেদিনীপুরে। আর সেই সমস্ত নিয়োগের সুপারিশ এসেছে এক নেতার লেটারহেডে। তেমনই একটি চিঠি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিকরা।
সিবিআই সূত্রে খবর, কোথায় কত বেআইনি নিয়োগ হয়েছে তা জানতে রাজ্যের সমস্ত🤡 জেলার প্রাথমিক শিক্ষা সংসদের একে একে তলব করা হয়েছে। ২২ মে পর্যন্ত চলবে এই হাজিরার প্রক্রিয়া।