হাওড়ার🐬 পর রিষড়া হিংসায় NIA তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। শুভেন্দুর আবেদনের প্রেক্ষিতে চন্দননগরের পুলিশ কমিশনারের কাছে রিষড়া হিংসা নিয়ে রিপোর্ট তলব করেছে আদালত।
রবিবার সন্ধ্যায় রিষড়া স্টেশনের কাছে মসজিদ পাড়ায় রাম ন♚বমীর মিছিলের ওপর হামলা হয়। মিছিলের নেতৃ🍨ত্বে ছিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গাড়ির সামনেও বোমা পড়ে বলে অভিযোগ। এর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সোমবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় তাণ্ডবকারীরা। বেছে বেছে হামলা চালানো হয় রাম নবমীর মিছিলে অংশগ্রহণকারীদের বাড়িতে। রিষড়ার ৪ নম্বর রেলগেটের সামনে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। যার জেরে গভীর রাতে প্রায় ৩ ঘণ্টা হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়তে হয় কয়েক লক্ষ নিত্যযাত্রীকে।
এরই মধ্যে রিষড়া কাণ্ডে NIA তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি🅺তে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। আদালতের হস্তক্ষেপ দাবি করেন তিনি। শুভেন্দুর ℱআবেদন গ্রহণ করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এর পর পুলিশের কাছে রিপোর্ট তলব করেন তিনি।