কলকাতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার উল্টোডাঙা এলাকায় একটি মোটর ট্রেনিং স্কুলে তল্লাশি অভিযান চালিয়ে গতরাতে দেড় কোটি টাকা উদ্ধার করে ইডি কর্তারা। পাশাপাশি উদ্ধার হয়েছে🐻 ৭ কোটি টাকার বিট কয়েনও। এদিকে তল্লাশিতে একটি ল্যাপটপ এবং বহু নথিপত্র হাতে এসেছে তদন্তকারীদের। সেই সব নথি এবং ল্যাপটপ থেকে আরও অনেক তথ্য মিলবে বলে আশা তদন্তকারীদের।
গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে অভিযুক্ত আমির খানের সূত্র ধরেই এই তল্লাশি চালিয়েছিলেন ইডি কর্তারা। জানা গিয়েছে, ভিআইপি মোটরকার ট্রেনিং স্কুল নামক সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডি কর্তারা। এই মোটর ট্রেনিং স্কুলের মালিক উমেন আগরওয়াল। তিনি পলাতক। এই আবহে তাঁর ছেলে রুমেন আগরওয়ালকে আটক করে নিয়ে গিয়েছে ইডি। রুমেনকে আপাতত জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী✃রা। রুমেনও গোটা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে প্রাথমিক অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ꦓতদন্তকারীদের।
জানা গিয়েছে, অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন উমেন আগরওয়াল এবং সেখান থেকে কোটি কোটি টাকার প্রতারণা করে টাকা জমিয়ে রাখা হত উল্টোডাঙার এই মোটরকার ট্রেনিং স্কুলে। অপরদিকে মোটর ভেহিক্যাল ট্রেনিং স্কুলের পাশেই আরও একটি সংস্থা রয়েছে রুমেন আগরওয়ালের। সেই সংস্থারও ব্যাঙ্কের নথির ওপর🅘 নজর রয়েছে তদন্তকারীদের।
গ💫েমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে গার্ডেনরিচ ও উল্টোডাঙা থেকে বাজেয়াপ্ত টাকাꦑ এবং সম্পত্তির হিসাবে ১০০ কোটির কাছাকাছি। এখনও পর্যন্ত ই–নাগেটস প্রতারণা কাণ্ডে অমিরের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ৩৬ কোটি ৯৬ লাখ টাকা ফ্রিজ করেছে ইডি। নগদ প্রায় ১৮ কোটি ছাড়াও ১২ কোটি ৮৩ লক্ষ টাকা মূল্যের বিটকয়েন, আমির ও তার সহযোগীর অ্যাকাউন্টে থাকা ৫ কোটি ৫৯ লাখ টাকাও ফ্রিজ করা হয়েছিল আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায়। এদিকে কলকাতা পুলিশও আমির খানের কোটি কোটি টাকা ফ্রিজ করেছে। গেমিং অ্যাপ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ করেছে লালবাজার। দেশে ও বিদেশের প্রায় ১৬০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল এই ৩২ কোটি টাকা।