কলকাতার ইকবালপুরের কাছে একটি বাড়ির ছাদ থেক♍ে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক দেশি বোমা। একটি স্কুল ব্যাগে রাখা ছিল এই বোমা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার পুলিশ সেই গেস্ট হাউসে অভিযানে নামে। এরপরই একটি ব্যাগ থেকে সেই অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যাগের মধ্য়ে থেকে অন্তত পাঁচটি দেশীয় বোমা ও একাধিক গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
একবালপুরের কার্ল মার্ক্স সরণিতে একটা বাড়ির ছাদে একটা ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের মধ্যে সেই বোমা-গুলি💫 ছিল। ব্যাগটি অনেকটা স্কুল ব্যাগের মতো দেখতে। সেই স্কুল ব্যাগের মতো দেখতে ব্যাগটি কে রেখে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে মনে করা হচ্ছে পুরনো কোনꦫও শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। বাড়ির মালিকও এনিয়ে কিছুটা ধন্ধের মধ্যে রয়েছেন।
এদিকে প্রশ্ন উঠছে খোলা ছাদে সেই ব্যাগ এল কোথা থেকে? কালো রঙের সেই স্কুল ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শটগানের একাধিক কার্তুজও রয়েছে ব্যাগের মধ্য়ে। পুলিশ অস্ত্র আইনে মামলা করে তদন্ত করছে। কে বা কারা এই ব্যাগ রেখে গেল তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে প্রশ্ন উঠছে কোনও হিংসামূলক কাজ করার জন্যই কি এ বোমা মজুত করা হয়েছি🌱ল🌳? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ?
বဣাড়ির মালিক জানিয়েছেন, আমি ছিলাম না। আমাদের কিছুদিন আগে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার জেরেই মনে হয় এই ঘটনা হয়েছে। আমার মনে হচ্ছে সেই ঘট꧋নার জেরেই এই ব্যাগভর্তি বোমা রাখা হয়েছিল।