রাজনীতি ভাঙন ধরিয়েছে তাঁদের সংস🗹ারে। দীর্ঘদিন যোগাযোগ নেই সৌমিত্র – সুজাতার। শোভন – বৈশাখী ঝড়ে চাপা পডཧ়ে গিয়েছে তাঁদের বিচ্ছেদের কাহিনী। তবে তাঁদের বিচ্ছেদকে শোভনকাণ্ডের সঙ্গে মেলাতে নারাজ রত্নাদেবী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, অন্য কারও সঙ্গে সৌমিত্র সম্পর্কে জড়িয়েছে এমন খবর পাইনি। তবে খোঁজ নেওয়ার সময়ও হয়নি।
বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ভারতী জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে বিবাহবিচ্ছেদের নোট𝄹িশ পাঠানোর কথা ঘোষণা করেন সুজাতা। সেকথা জানাতে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। তার পর দ্বারকেশ্বর নদ দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বিধানসভা নির্বাচনে আরামবাগ থেকে প্রার্থী হয়ে ধরাশায়ী হয়েছেন সুজাতা। ভোটগ্রহণের দিন 𝐆রীতিমতো গ্রামবাসীদের তাড়া খেতে হয়েছে তাঁকে। তা নিয়েও সৌমিত্র প্রতিক্রিয়া ছিল সংযত।
শোভন – বৈশাখীর বন্ধুত্ব নিয়ে যখন আলোচনা চারিদিকে তখন নিজেদের বিচ্ছেদকে শোভন – রত্নার সঙ্গে মেলাতে ✱নারাজ সুজাতা। তিনি বলেন, ‘এতদিন আলাদা আছি, কিন্তু ও কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে শুনিনি। তবে কাজের চাপে খোঁজ নেওয়ার সময়ও পাইনি। অন্যের ব্যক্তিগত জীবনে কী চলছে জানতে অꦚতটা আগ্রহী নই।’