মঙ্গলবার রাতে বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন বাইক আরোহী যুবকের। দুটি বাইকের রেষারেষির জেরে দ্রুত গতিতে লরির পিছনে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রথম থেকেই অনুমান ছি♎ল দুর্ঘটনার সময়🐼 বাইকের গতি ছিল অনেক বেশি। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুটি বাইক দুর্ঘটনার সময় প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এত গতিতে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই বাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি আরোহী।
ঘটনাটি ঘটꩲে বাসন্তী হাইওয়ে সংলগ্ন বামনঘাটা বকডোবা এলাকায়।🧸 মৃত তিন যুবকের নাম হল রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিৎ লাহা। আহত যুবকের নাম রাকেশ দাস। এদের বয়স ১৯ থেকে ২৪ বছ✃রের মধ্যে। ৪ জনই দক্ষিণ ২৪ পরগনার বামনঘাটা ও সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুভদীপ লাহা বামনঘাটায় ওই তিন বন্ধুর সঙ্গে প্রথমে দেখা করতে গিয়েছিল। এরপর সেখান থেকে ৪ জনে মিলে দুটি বাইকে করে যায় রাজারহাটে। সেখানে একটি রেস্তোরাঁয় রাতের খাবার পর বাইক নিয়ে আবার বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তখনই বাইকের রেষারেষি শুরু করেছিল চার যুবক। রাত পৌনে ১০ টা নাগাদ বকডোবার বিআইটি কলেজের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক লরির পিছনে ধাক্কা মারে।
পুলিশ জানিয়েছে, বাঁক নেওয়ার সময়ও বাইকের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার! কারও মাথায় হেলমেট তো ছিলই না, তাছাড়া দুটি বাইকের মধ্যে একটির রেজিস্ট্রেশন প্লেট♒ও ছিল না। জানা গিয়েছে, দুটি বাইকের দাম ছিল ২ লক্ষ টাকা করে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে এসএসকেএমে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।