রাজ্যের শিক্ষকদের বদলি নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বদলি নিয়ে নানা দাবি ছিল শিক্𒁃ষকদের। এবার তা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে শিক্ষকদের বদল🙈ি প্রসঙ্গে।
শিক্ষকদের বদলি প্রসঙ্গে সুপ্🍷রিম কোর্ট জানিয়𓆉েছে, যদি এসএসসি চায় তবে শিক্ষকদের যেকোনও জায়গায় বদলি করতে পারে।
এনিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারন সম্পাদক, কিংকর অধিকারী জানিয়েছেন, আমরা এই রায়ে হতাশ। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের দাবি ছিল সুনির্দিষ্ট নিয়ম-নীতির মাধ্যমে যথাসম্ভব কাছের স্কুলে বদলি করা যেতে পারে। তা না হলে সরকার তথা শিক্ষাদপ্তর এই ক্ষমতার অপব্যবহার করবে। বদলির ক্ষেত্রে স্বজন, পোষণ, দুর্নীতি আরো বাড়বে। বিদ্যালয় স্ত🀅রে ভীতির পরিবেশ তৈরি হবে। শিক্ষা দপ্তরের কাছে আমরা আবারও দাবি জানাচ্ছি, সুনির্দিষ্ট নিয়ম-নীতির মাধ্যমে প্রশাসনিক বদলি বা সারপ্লাস ট্রান্সফার নীতি কার্যকর করা হোক।
মূলত শিক্ষকদের প্রশাসনিক বদলির একটা নিয়ম আগে কার্যকর করা হয়েছিল। অর্থাৎ ১০এর সি ধারা। সেই ধারা অনুসারে রাজ্য সরকার চাইলে যে কোনও শিক্ষকꩵকে যেকোনও জায়গায় বদলি করতে পারে। তবে এক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে সরকার। এখানে এসএসসির কোনও ভূমিকা এতদিন ধরে ছিল না।
তবে এবারের রায়ে বলা হয়েছে এসএসসি প্রয়োজন মনে করলে যেকোনও শিক্ষককে রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারে। তবে সকলকেই যে বদলি করা যাবে এমনটা নয়। কিছু ক্ষেত্রে এই বদলির ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। অর্থাৎ কোনও দৃষ্টিহ♕ীন শিক্ষক থাকলে তিনি বদলির ক্ষেত্রে ছাড় পেতে পারেন। আবার কোনও শিক্ষকের যদি শারীরিক কোনও সমস্যা থাকে তবে তিনিও এই বদলির নির্দেশ থেকে ছাড় পেতে পারেন। তবে অন্যান্য শিক্ষকদের প্র𒐪য়োজনে যে কোনও জায়গায় বদলি করতে পারবে এসএসসি।
এদিকে ১০এর সি ধারাতে আপত্তি জানিয়ে এর আগে শিক্ষক সংগঠনের তরফে মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বছর খানেক আগে সেই মামলায় বাড়ি থেকে দূরবর্তী স্থানে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল। তবে এবার দেশের শীর্ষ আ💙দালত যে নির্দেশ দিয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার সুপ্রিম কোর্টের তরফ নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি প্রয়োজন মনে করলে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষকদের। সেক্ষেত𝔍্রে শিক্ষকদের বদলি সংক্রান্ত ক্ষেত্রে এবার বিরাট নির্দেশ। অর্থাৎ এসএসসি যদি মনে করা কাউকে বদলি করতে হবে তবে তাকে সেখানে বদলি করতে পারবে এসসসি।
এদ♕িকে সাধারণত শিক্ষকরা বাড়ির কাছের স্কুলেই পড়াতে চান। রাজ্যের অন্যান্য পেশার মানুষদের বাড়ি থেকে অনেক দূরে বদলি হতে হয়। বহু চিকিৎ💫সকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলি করা হয়। রাজ্য সরকারের অন্যান্য পেশার ক্ষেত্রেও প্রায়ই বদলি হতে হয়। কিন্তু শিক্ষকরা সাধারণত বাড়ির কাছাকাছি স্কুলেই পড়ান। তবে এবার এসএসসি প্রয়োজন মনে করলে দূরের স্কুলেও বদলি করতে পারে শিক্ষকদের।